Realme Narzo 80x 5G launched in India (1)
রিয়েলমি ভারতের বাজারে তার নতুন বাজেট 5G স্মার্টফোন Realme Narzo 80x 5G লঞ্চ করে দিয়েছে। কম বাজেটে রিয়েলমি নারজো 80এক্স ফোনে 6000mAh এর ব্যাটারি এবং দুর্দান্ত MediaTek Dimensity 6400 চিপসেট এবং IP69 রেটিং মতো ফিচার দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নারজো 80এক্স ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী।
দামের কথা বললে, নারজো 80এক্স ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। প্রথম মডেল 6GB RAM এবং 128GB স্টোরেজের দাম 13,999 টাকা। কিন্তু এই ফোনে 500 টাকার ব্যাঙ্ক অফার এবং 1500 টাকার কুপন অফার পাওয়া যাচ্ছে। অফারের পর ফোনটি মাত্র 11,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: 24GB পর্যন্ত পাওয়ার বুস্ট RAM সহ ভারতে Realme Narzo 80 Pro 5G লঞ্চ, জানুন দাম কত
পাশাপাশি, দ্বিতীয় ভ্যারিয়্যান্ট 8GB+128GB স্টোরেজ যার দাম 14,999 টাকা রাখা হয়েছে। অফারের পর এটি মাত্র 12,999 টাকায় পাওয়া যাবে।
রিয়েলমি নারজো 80এক্স 5জি ফোনটি লিমিটেড পিরিয়াড সেল 11 এপ্রিল বিকেল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে। গ্রাহকরা এই ফোনটি রিয়েলমি সাইট এবং Amazon থেকে কিনতে পারবেন।
ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 80এক্স 5জি তে 6.72-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট এবং 950 নিট পিক ব্রাইটনেস সহ আসে। পাওয়ার দিতে রিয়েলমি নারজো 80এক্স 5জি ফোনে MediaTek Dimensity 6400 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে নারজো 80এক্স ফোনের রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP পোট্রেট সেন্সর ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে রিয়েলমি নারজো 80এক্স 5জি ফোনে বড় 6000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে রিয়েলমি নারজো 80এক্স ফোনটি আউট অফ দ্য বক্স Android 15 ভিত্তিক realme UI 6.0 সহ আনা হয়েছে।