Realme Narzo 70 Turbo vs Realme P1 Pro 5G: একই দামের দুটি ফোন, তাও ফিচারে অনেক পার্থক্য, জানুন কোনটি সেরা

Updated on 16-Sep-2024
HIGHLIGHTS

রিয়েলমি ভারতে তার Realme Narzo 70 Turbo লেটেস্ট স্মার্টফোন চালু করেছে

রিয়েলমি নারজো 70 টার্বো ফোনটি তিনটি স্টোরেজ মডেলে আনা হয়েছে

এখানে আমরা রিয়েলমি নারজো 70 টার্বো এবং রিয়েলমি পি1 প্রো 5জি স্মার্টফোনের তুলনা করবো

Realme Narzo 70 Turbo vs Realme P1 Pro 5G: সম্প্রতি রিয়েলমি চুপিসারে ভারতে তার রিয়েলমি নারজো 70 টার্বো লেটেস্ট স্মার্টফোন চালু করেছে। কোম্পানি এই ফোনে দিওয়ালি সেলের আওতায় 2000 টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে। পাশাপাশি কোম্পানির আরেকটি স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে Realme P1 Pro 5G ফোন। এই ফোনটি এপ্রিল মাসে আনা হয়েছিল। এখানে আমরা এই দুটি স্মার্টফোনের পার্থক্য করে জানাবো যে একই দামের দুটি ফোনে কী আলাদা রয়েছে।

Realme Narzo 70 Turbo vs Realme P1 Pro 5G ফোনের দাম কত ভারতে

রিয়েলমি নারজো 70 টার্বো ফোনটি তিনটি স্টোরেজ মডেলে আনা হয়েছে।

  • 6GB RAM+128GB মডেলের দাম 16,999 টাকা
  • 8GB+128GB স্টোরেজের দাম 17,999 টাকা
  • টপ মডেল 12GB+256GB স্টোরেজের দাম 20,999 টাকা

এবার কথা রিয়েলমি পি1 প্রো 5জি ফোনের, তবে

  • 8GB RAM+128GB স্টোরেজের দাম 21,999 টাকা
  • 8GB+256GB স্টোরেজের দাম 22,999 টাকা এবং
  • 12GB+256GB স্টোরেজের দাম 23,499 টাকা

অফারের আওতায় রিয়েলমি পি1 প্রো 5জি ফোনে 2500 টাকার ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর ফোনের দাম 20,000 টাকার কম হয়ে যাবে।

রিয়েলমি নারজো 70 টার্বো vs রিয়েলমি পি1 প্রো 5জি স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে

নারজো 70 টার্বো ফোনে 6.67-ইঞ্চি Samsung E4 OLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, 1200 নিট পর্যন্ত হাই ব্রাইটনেস সাপোর্ট করে। রিয়েলমি পি1 প্রো ফোনে 6.7-ইঞ্চি FHD+ কার্ভড ভিশন OLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 950 নিট পিক ব্রাইটনেস দেওয়া।

প্রসেসর

পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি নারোজ 70 টার্বো ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 7300 এনার্জি 5G 4nm প্রসেসর দেওয়া। এটি গেমিং ফিচারকে ফোকস করে তৈরি করা হয়েছে। পাশাপাশি, রিয়েলমি পি1 প্রো ফোনে কোয়ালকম Snapdragon 6 Gen 1 5G চিপসেট দেওয়া হয়েছে। এতে 3D VC কুলিং সিস্টাম দেওয়া।

ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে নারোজ 70 টার্বো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া রিয়েলমি পি1 প্রো ফোনেও একই 50MP ক্যামেরা এবং 8MP পোট্রেট ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

পাওয়ার দিতে রিয়েলমি নারজো 70 টার্বো ফোনে 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া। এটি 45W ফাস্ট চার্জিং সাাপোর্ট করে। এছাড়া রিয়েলমি পি1 প্রো 5জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :