Realme Narzo 70 Turbo 5G First Sale: 15000 টাকার কমে সবচেয়ে ফাস্ট প্রসেসর সহ ৫জি ফোন কেনার সুযোগ

Realme Narzo 70 Turbo 5G First Sale: 15000 টাকার কমে সবচেয়ে ফাস্ট প্রসেসর সহ ৫জি ফোন কেনার সুযোগ
HIGHLIGHTS

Realme সম্প্রতি ভারতে Narzo-Series এর আওতায় একটি নতুন স্মার্টফোন Realme Narzo 70 Turbo 5G লঞ্চ করেছে

আগামীকাল 16 সেপ্টেম্বর রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি প্রথমবার সেল করা হবে

সেলের সময় রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি 14,999 টাকার শুরুর দামে কেনা যাবে

Realme সম্প্রতি ভারতে Narzo-Series এর আওতায় একটি নতুন স্মার্টফোন Realme Narzo 70 Turbo 5G লঞ্চ করেছে। আগামীকাল 16 সেপ্টেম্বর এই 5G ফোনটি প্রথমবার সেল করা হবে। কম দামে গেমিং স্মার্টফোন খুঁজছেন, তবে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। সেলের সময় রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি 14,999 টাকার শুরুর দামে কেনা যাবে।

রিয়েলমি কোম্পানির দাবি যে এই ফোনে সেগামেন্টের সবচেয়ে দ্রুত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি 5জি প্রসেসর দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন রিয়েলমি ফোনে কী বিশেষ রয়েছে এবং কেন কিনবেন এই ফোনটি।

আরও পড়ুন: 8000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, 50MP ক্যামেরা এবং 12 জিবি RAM রয়েছে

কেন কিনবেন Realme Narzo 70 Turbo 5G স্মার্টফোন, কী ফিচার রয়েছে

নারজো 70 টার্বো 5জি একটি পাওয়ারফুল গেমিং ফোন। এই ফোনটি সেই গ্রাহকদের কথা মাথায় রেখা আনা হয়েছে যারা সস্তায় গেমিং ফোন খুঁজছেন। আপনি রিয়েলমি ফোনটি তিনটি রঙে কেনা যাবে Turbo Yellow, Turbo Green, Turbo Purple।

Realme Narzo 70 Turbo with gaming chipset launched
Realme Narzo 70 Turbo with gaming chipset launched

ডিসপ্লে: এতে 6.67-ইঞ্চি ফুল HD+ Samsung E4 OLED ডিসপ্লে রয়েছে। এটি 1080*2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। রিয়েলমি এই ডিসপ্লেকে OLED Esports ডিসপ্লে নাম দিচ্ছে।

প্রসেসর: কোম্পানি জানিয়েছে যে ফোনে সেগামেন্টের সবচেয়ে ফাস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি 5জি প্রসেসর দেওয়া। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4X RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সাথে পেয়ার করা।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50MP AI মেইন রিয়ার ক্যামেরা এবং 2MP পোট্রেট ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 45W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি যে ব্যাটারি 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে 30 মিনিট সময় লাগবে।

রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনের দাম কত ভারতে

Realme-Narzo-70-Turbo-1.jpg
Realme-Narzo-70-Turbo-1.jpg

দামের কথা বললে, রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করেছে। ফোনের বেস মডেল 6GB+128GB স্টোরেজের দাম 16,999 টাকা রাখা হয়েছে।

ফোনের 8GB+128GB স্টোরেজের দাম 17,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজের দাম 20,999 টাকা রাখা হয়েছে। গ্রাহকরা Amazon সাইট এবং রিয়েলমি কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

অফারের আওতায় রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনে 2000 টাকার স্পেশাল কুপন ডিসকাউন্ট দেোয়া হচ্ছে। ছাড়ের পর ফোনটি 14,999 টাকার শুরুর দামে কেনা যাবে।

আরও পড়ুন: BSNL এর এই সস্তা প্ল্যানে একবারে ছক্কা! 60 দিন পর্যন্ত আনলিমিটেড সুবিধা, 100 জিবি ডেটা, Jio-Airtel চিন্তায়!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo