New Realme Phone: টার্বো প্রযুক্তি সহ রিয়েলমি আনছে Narzo 70 Turbo 5G ফোন, লঞ্চের তারিখ প্রকাশ্য

Updated on 02-Sep-2024
HIGHLIGHTS

Realme কোম্পানি তার তার Narzo-Series এর আওতায় নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

আপকামিং স্মার্টফোনটি Realme Narzo 70 Turbo নামে আসবে, যা 9 সেপ্টেম্বর লঞ্চ হবে

কোম্পানি জানিয়েছে যে আপকামিং ফোনে টার্বো টেকনোলজি সুবিধা দেওয়া হবে

Realme কোম্পানি তার তার Narzo-Series এর আওতায় নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি Realme Narzo 70 Turbo নামে আসবে। কোম্পানি তার নতুন রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনের লঞ্চ তারিখের ঘোষনা করে দিয়েছে। ভারতে এই ফোনটি 9 সেপ্টেম্বর লঞ্চ হবে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে আপকামিং রিয়েলমি ফোনের ফিচার সম্পর্কে কিছু ডিটেল শেয়ার করেছে।

Amazon এবং রিয়েলমি সাইট মাইক্রোসাইটে পোস্ট করা টিজার ছবিতে ডিভাইসটি মোটারস্পোর্ট ডিজাইন সহ দেখা গেছে। ফোনের টিজারে একটি ডুয়াল-টোন ডিজাইন রয়েছে যা হলুদ এবং কালো রঙে দেখা যাচ্ছে। কোম্পানি জানিয়েছে যে আপকামিং ফোনে টার্বো টেকনোলজি সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: Smartphone under 7000: দাম এবং ডিজাইন Moto G04 এবং Moto G04s দুটি ফোনে এক, তাও ফিচারে এতটা পার্থক্য, জানুন কোনটা সেরা

Realme Narzo Turbo 5G ফোনে স্পেসিফিকেশন কী থাকবে

রিপোর্ট অনুযায়ী, নারজো 70 টার্বো ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি AMOLED স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করতে পারে।

পাওয়ার দিতে আপকামিং স্মার্টফোনে 45W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকবে পারে।

ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে 50MP প্রাইমারি রিয়ার এবং 16MP সেলফি শুটার হতে পারে।

আরও পড়ুন: Best BSNL Annual Plan: 365 দিনের সস্তা প্ল্যানে পাবেন 1095 জিবি ইন্টারনেট ডেটা, Jio Airtel এর কাছে নেই এত সস্তা রিচার্জ প্ল্যান

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :