Realme Narzo 70 Series Sale: প্রথম সেলে 1000 টাকার বাম্পার ছাড়, সস্তা বাজেটে 5G স্মার্টফোন কেনার সুযোগ
ভারতে নতুন সিরিজে (Realme Narzo 70 Series) দুটি স্মার্টফোন Realme Narzo 70 5G এবং Realme Narzo 70X 5G লঞ্চ করেছে
আপনি যদি 15 হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চান তবে নারজো ৭০ ৫জি ফোনটি দেখতে পারেন
কোম্পানি প্রথম সেলে এই দুটি ফোনে 1000 টাকার ডিসকাউন্ট অফার করছে
Realme সম্প্রতি ভারতে তার নতুন সিরিজের (Realme Narzo 70 Series) আওতায় দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোন Realme Narzo 70 5G এবং Realme Narzo 70X 5G হচ্ছে। দুটি আলাদা প্রাইস সেগামেন্টে আনা হয়েছে স্মার্টফোন। আজ এই দুটি নতুন স্মার্টফোন Amazon সাইটে বিক্রি করা হবে। ফোনের বিক্রি আজ 29 এপ্রিল দুপুর 12টায় শুরু হবে।
Realme Narzo 70 Series ফোনের ভারতে দাম কত
আপনি যদি 15 হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চান তবে নারজো ৭০ ৫জি ফোনটি দেখতে পারেন। কোম্পানির দাবি যে এই ফোনটি ১৫ হাজার টাকার কমে একটি ফাস্টেস্ট ডিভাইস।
আরও পড়ুন: Oppo K12 5G স্মার্টফোন লঞ্চ, রয়েছে 12GB RAM, 50MP ক্যামেরা, 100W চার্জিং ফিচার, জানুন দাম
পাশাপাশি, ১২ হাজার টাকার কম বাজেটে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি দেখতে পারেন।
Realme Narzo 70 5G
6GB RAM+128GB = 15,999 টাকা
8GB+128GB = 16,999 টাকা
কোম্পানি এই ফোনে 1000 টাকার ডিসকাউন্ট অফার করছে। যার পরে এই ফোনের দাম 14999 টাকা থেকে শুরু হবে।
Fasten your seatbelt and switch into high gear because the speedsters of the segment have arrived!
— realme narzo India (@realmenarzoIN) April 28, 2024
Dive into a revolutionary era of smartphone technology with #realmeNARZO705G & #realmeNARZO70x5G
Don't miss out on the Flash Sale, Tomorrow at 12.
Know More on @amazonIN:… pic.twitter.com/NJJRKUqBlL
Realme Narzo 70x 5G
4GB+128GB = 11,999 টাকা
6GB+128GB = 13,999 টাকা
রিয়েলমি এই ফোনেও 1000 টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে। ছাড়ের পর এটি 10,999 টাকার শুরুর দামে বিক্রি হবে।
আরও পড়ুন: HMD Vibe লঞ্চ, কম বাজেট ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার এবং স্পেক্স
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile