Realme Narzo 70 Pro 5G ভারতে লঞ্চ, বাজেট প্রাইসে মিলবে 50MP Sony ক্যামেরা এবং শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর

Updated on 19-Mar-2024
HIGHLIGHTS

নতুন ফোনে রিয়েলমি ডিজাইন এবং ক্যামেরা ফিচারে ফোকস করেছে

Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়ে

নারজো 70 প্রো 5G ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে

দীর্ঘ অপেক্ষার পর Realme Narzo 70 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। এটি নারজো সিরিজের কোম্পানির লেটেস্ট স্মার্টফোন। নতুন ফোনে রিয়েলমি ডিজাইন এবং ক্যামেরা ফিচারে ফোকস করেছে। নারজো ৭০ প্রো ৫জি ফোনে AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট মতো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর সহ আসে। আসুন জেনে নিই এই ফোনে আরও কী কী ফিচার দেওয়া হয়েছে।

Realme Narzo 70 Pro 5G Price

রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি স্মার্টফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়ে। এই দামে 8GB + 128GB স্টোরেজে দাম। এছাড়া 8GB + 256GB মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে HDFC এবং ICICI ইউজাররা 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড় পেতে পারেন।

আরও পড়ুন: Lava O2: ভারতে এই দিন লঞ্চ হবে নতুন লাভা ফোন, সামনে এল আপকামিং ফোনের ফর্স্ট লুক

রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি স্মার্টফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়ে

ফোনটি গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড কালার অপশনে কেনা যাবে। ফোনটি আর্লী বার্ড সেলে আজ বিকেল 6 টায় থেকে Realme ওয়েবসাইট এবং Amazon থেকে বিক্রি করা হবে। পাশাপাশি, ফোনটি 22 মার্চ দুপুর 12 টা থেকে রেগুলার সেলে পাওয়া যাবে।

Narzo 70 Pro 5G Specification

নারজো 70 প্রো 5G ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এতে গ্লাস প্যানেল দেওয়া। ফোনটি ডুয়াল টোন ফিনিশ ডিজাইনে আনা হয়েছে।

ডিসপ্লের কথা বললে, 6.67-ইঞ্চি পাঞ্চ-হোল AMOLED ডিসপ্লে রয়েছে। এটি ফুল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। পিক ব্রাইটনেস হিসেবে ফোনে 2000 পর্যন্ত নিট দেওয়া। এটি HDR+ কন্টেট সাপোর্ট করে।

Realme Narzo 70 Pro 5G Specification

প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনে Dimensity 7050 চিপসেট অফার করা হয়েছে। এতে 8GB RAM দেওয়া। ফোনে লিকুইড কুলিং সিস্টাম দেওয়া হয়েছে। এই ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। এতে প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ আসে। সেলফি তোলার জন্য ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

পাওয়ার দিতে নতুন ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 67W ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Vivo T3 5G India Launch: ভারতে এই দিন লঞ্চ হবে নতুন ভিভো ৫জি ফোন, থাকবে দুর্দান্ত ফিচার, দাম জানেন কত?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :