Deal Alert: 5000 টাকা সোজা ছাড় Realme 5G ফোনে, 256GB স্টোরেজ এবং 50MP ফ্ল্যাগশিপ সোনি ক্যামেরা রয়েছে

Deal Alert: 5000 টাকা সোজা ছাড় Realme 5G ফোনে, 256GB স্টোরেজ এবং 50MP ফ্ল্যাগশিপ সোনি ক্যামেরা রয়েছে
HIGHLIGHTS

আপনি যদি কম দামে একটি বাজেট স্মার্টফোন কিনতে চান, তবে Realme Narzo 70 Pro 5G একটি ভাল বিকল্প হতে পারে

রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে

কোম্পানি এই ফোনে বড় কুপন অফার দিচ্ছে, যেখানে 5000 টাকার ছাড় পাওয়া যেতে পারে

স্মার্টফোন কোম্পানি রিয়েলমি ভারতীয় বাজারে জনপ্রিয় কোম্পানির মধ্যে একটি। রিয়েলমি সস্তা বাজেট প্রাইসে দুর্দান্ত ফিচার অফার করে। আপনি যদি কম দামে একটি বাজেট স্মার্টফোন কিনতে চান, তবে Realme Narzo 70 Pro 5G একটি ভাল বিকল্প হতে পারে। আসলে রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে। কোম্পানি এই ফোনে বড় কুপন অফার দিচ্ছে, যেখানে 5000 টাকার ছাড় পাওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমির ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Realme Narzo 70 Pro 5G ফোনের দাম কত এবং অফার কী

নারজো 70 প্রো 5G স্মার্টফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে কেনা যাবে। ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ টপ ভ্যারিয়্যান্ট 21,999 টাকায় লিস্ট করা হয়েছে। এই ফোনে সোজা 5000 টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। ছাড়ের পর ফোনটি 16,999 টাকায় বিক্রি হচ্ছে। গ্রাহকরা চাইলে তাদের পুরানো ফোনের বদলে এক্সচেঞ্জ ডিসকাউন্ট এর সুবিধা নিতে পারেন।

আরও পড়ুন: Price Drop: 13000 টাকা সস্তা পাওয়া যাচ্ছে OnePlus 5G ফোন, OnePlus Nord 4 লঞ্চের আগেই কম হয়ে গেল দাম

Realme Narzo 70 Pro 5G
নারজো 70 প্রো 5G স্মার্টফোনটি Amazon থেকে কেনা যাবে

রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনটি কেন কিনবেন, 20 হাজার টাকার বাজেটে ফোনটি কেমন

ডিসপ্লে: নারজো 70 প্রো 5G ফোনে 6.67-ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে ফুল HD+ রেজোলিউশন দেওয়া হয়েছে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 7050 5G প্রসেসর পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 50MP ফ্ল্যাগশিপ সোনি IMX890 প্রাইমারি সেন্সর সহ 8MP এবং 2MP সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে এয়ার গেস্চার সাপোর্ট দিয়েছে, যার সাথে গ্রাহকরা কোনো টাচ ছাড়াই ফোনটি কন্ট্রোল করতে পারবেন।

আরও পড়ুন: Robot commits Suicide: শুধু মানুষ নয় কাজের চাপে নাজেহাল রোবট ও ! সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে করল আত্মহত্যা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo