Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে বাম্পার অফার, 3000 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ
Realme তার লেটেস্ট ফোনে একটি বিশেষ অফারের ঘোষনা করেছে
রিয়েলমির এই ফোন AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7050 প্রসেসর এবং দুর্দান্ত ফিচার সহ আসে
ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে দাম 19,999 টাকা
Realme তার লেটেস্ট ফোনে একটি বিশেষ অফারের ঘোষনা করেছে। সম্প্রতি কোম্পানি Realme Narzo 70 Pro 5G ভারেত লঞ্চ করেছে। স্মার্টফোনটি 20,000 টাকার বাজেট আনা হয়েছে। ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Amazon থেকে করা হয়।
রিয়েলমির এই ফোন AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7050 প্রসেসর এবং দুর্দান্ত ফিচার সহ আসে। এখন কোম্পানি এই স্মার্টফোনে ডিসকাউন্ট অফারের ঘোষনা করেছে। ছাড়ের পর এই ফোন সস্তায় কেনার সুযোগ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই অফারের বিষয়।
আরও পড়ুন: Realme GT Neo 6 SE: 16GB RAM এবং 6000 নিটস ব্রাইটনেস সহ নতুন রিয়েলমি ফোন লঞ্চ, জানুন দাম কত
Realme Narzo 70 Pro 5G ডিসকাউন্ট অফার
It’s time to ditch your ordinary photographs.
— realme narzo India (@realmenarzoIN) April 11, 2024
The #NARZO70Pro5G's segment 1st SONY IMX890 captures extraordinary details that ignite your imagination.
Top Rated Camera Under 20K. Grab bank offers up to Rs. 3000 from 12th April onwards!
*T&C Apply
Know More:@amazonIN:… pic.twitter.com/oYISOOU6pf
দুটি কনফিগ্রেশনে কেনা যাবে এই স্মার্টফোনটি। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে দাম 19,999 টাকা। কোম্পানি এই মডেলে 2000 টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এই ফোনটি 17,999 টাকা দামে কেনা যাবে।
Narzo 70 Pro 5G ফোনটি কিনতে এখানে ক্লিক করুন
স্মার্টফোনের দ্বিতীয় মডেলটি 8GB RAM+ 256GB সহ আসে। এই মডেলটি 21,999 টাকায় লঞ্চ করেছিল। এখন এতে 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টের পর এই মডেলের দাম 18,999 টাকা রয়ে যাচ্ছে। এই দামের সাথে ফোনটি 12 এপ্রিল বিক্রি করা হবে।
Narzo 70 Pro 5G ফোনে কী রয়েছে স্পেসিফিকেশন
নারজো ৭০ প্রো ৫জি ফোনে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে রয়েছে 2000 নিটস পিক ব্রাইটনেস। এতে রেনওয়াটার স্মার্ট টেকনোলজি পাওয়া যাবে।
ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসরে কাজ করে। ডিভাইসে এয়ার গেসচার ফিচার দেওয়া।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50MP এর প্রাইমারি লেন্স, সাথে 8MP এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 16MP এর সেলফি ক্যামেরা পাওয়া যাবে। স্মার্টফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি এবং 67W এর চার্জিং দেওয়া।
আরও পড়ুন: Smartphone Discount: 6000mAh ব্যাটারি সহ লেটেস্ট Samsung Galaxy F15 5G ফোনে বাম্পার ছাড়
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile