Limited Time offer: 3000 টাকা সস্তায় নতুন Realme Narzo 70 Pro 5G, সীমিত সময়ের জন্য এই দিন হবে বিক্রি

Updated on 04-Jun-2024
HIGHLIGHTS

6 জুন Realme Savings Day চলাকালীন ক্যামেরা ফোকস ফোন Realme Narzo 70 Pro 5G ফোনটি সস্তায় বিক্রি হবে

রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনটি 19,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছিল

ফটোগ্রাফির জন্য নারজো ৭০ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া

Realme গত মাসে Narzo 70 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন কোম্পানি 6 জুন Realme Savings Day চলাকালীন ক্যামেরা ফোকস ফোন রিয়েলমি নারজো প্রো ৫জি ফোনটি সস্তায় বিক্রি করতে চলেছে। রিয়েলমির এই বিশেষ সেলটি Amazon এবং রিয়েলমির অফিসিয়াল সাইটে চলবে। আসুন জেনে নেওয়া যাক নারজো ৭০ প্রো ৫জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Realme Narzo 70 Pro 5G ফোনে 3000 টাকার ছাড় পাওয়া যাবে

রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনটি 19,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছিল। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। এছাড়া ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Price Cut: একধাপে অনেকটা সস্তা হল iQOO 5G গেমিং স্মার্টফোন, 12GB RAM এবং ফাস্ট চার্জিং রয়েছে ফিচার

তবে, অফারের আওতায় 6 জুন দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত 3000 টাকা সস্তায় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের 128GB জিবি স্টোরেজ মডেল মাত্র 16,999 টাকায় বিক্রি হবে। ফোনের 256 জিবি স্টোরেজ মডেলটি মাত্র 19,999 টাকায় কেনা যাবে।

Narzo 70 Pro 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: রিয়েলমি ফোনে 6.7-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 2400×1800 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সহ আসে। নারজো ৭০ প্রো ৫জি ফোনে রেনওয়াটার স্মার্ট টাচ প্রটেকশন দেওয়া, যা ভেজা হাতে বা হালকা বৃষ্টিতে ফোন ব্যবহার করতে দেয়। স্মার্টফোনে IP54 রেটিং জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে ফোনকে।

প্রসেসর: নারজো ৭০ প্রো ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসরে কাজ করে।

অফারের আওতায় 6 জুন দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত 3000 টাকা সস্তায় পাওয়া যাবে

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য নারজো ৭০ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে OIS সহ 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট সেন্সর থাকছে।

ব্যাটারি: রিয়েলমির লেটেস্ট মিড-রেঞ্জ ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 67W SuperVOOC চার্জর সহ আসবে।

লেটেস্ট ফোনটি লেটেস্ট Realme UI 5.0 তে চলবে। এটি Android 14 অপারেটিং সিস্টামের উপর ভিত্তি করা।

আরও পড়ুন: Smartphone Discount under 10000: মাত্র 6749 টাকায় বিক্রি হচ্ছে 256GB স্টোরেজ সহ দুর্দান্ত ফোন, জানুন কোথায় পাবেন অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :