Realme Narzo 70 Pro 5G ফোনে AMOLED ডিসপ্লে এবং 67W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার

Realme Narzo 70 Pro 5G ফোনে AMOLED ডিসপ্লে এবং 67W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার

Realme এর লেটেস্ট স্মার্টফোন ভারতে Narzo 70 Pro 5G লঞ্চ হতে চলেছে। ফোনটি 19 March 2024 ভারতে এন্ট্রি নেবে। বাজারে আসার আগেই আপকামিং রিয়েলমি স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। Realme Narzo 70 Pro 5G ফোনে বিশেষ ফিচার হিসেবে রয়েছে FHD Plus AMOLED ডিসপ্লে, 67W ফাস্ট চার্জিং, Sony IMX890 ক্যামেরা সেন্সর।

কোম্পানির দাবি যে Sony IMX890 সেন্সর সহ এটি ভারতে প্রথম স্মার্টফোন হবে। এখন রিয়েলমির তরফে ফোনের আরেকটি ফিচার নিশ্চিত করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।

আরও পড়ুন: WhatsApp Security Update: সেরা সিকিউরিটি ফিচার! আর নেওয়া যাবে না হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট

Rainwater Smart Touch সহ আসবে Narzo 70 Pro 5G

রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে কোম্পানি একাধিক ফিচার অফার করতে চলেছে। আপকামিং রিয়েলমি ফোনের আরেকটি ফিচার সম্পর্কে জানিয়েছে কোম্পানি। নারজো ৭০ প্রো ৫জি তে থাকবে রেইন ওয়াটার স্মার্ট টাচ এবং এয়ার জেসচার কন্ট্রোল ফিচার।

রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচারের সাহায্যে ফোন বুঝতে পারবে যে স্ক্রিনে জল রয়েছে। এই প্রযুক্তির সাহায্যে বৃষ্টিতেও ফোন ব্যবহার করা যাবে।

Realme Narzo 70 Pro 5G ফোনে কী থাকবে স্পেসিফিকেশন

কোম্পানি এতে এয়ার জেসচার ফিচারও দেওয়া হবে। এর সাহায্যে ফোনটি হাত না লাগিয়েও কাজ করবে। অর্থাৎ শুধু হাতের ইশারায় ফোনটি কন্ট্রোল করা যাবে। খবর অনুযায়ী, কোম্পানি এতে 10 ধরনের জেসচার যোগ করতে চলেছে।

Realme Narzo 70 Pro 5G launching with air gesture and sony camera
রিয়েলমি এতে এয়ার জেসচার ফিচারও দেওয়া হবে। এর সাহায্যে ফোনটি হাত না লাগিয়েও কাজ করবে

স্পেসিফিকেশনের কথা বললে, ফোনে Dimensity 7050 চিপসেট থাকতে পারে। এটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে, যা Realme UI 5 ইন্টারফেস দেখা যাবে।

নারজো ফোনে 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি 120Hz OLED প্যানেল রয়েছে। ক্যামেরা সেটআপ হিসেবে এতে OIS সাপোর্ট সহ Sony IMX890 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: Good News! এখন 20 দিন বেশি চলবে এই দুটি BSNL Prepaid Plan, একধাপে বাড়ল এতটা ভ্যালিডিটি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo