Realme Narzo 60X: 12GB RAM সহ সস্তা 5G Phone ভারতে লঞ্চ করল Realme, ভারতে দাম কত জানেন?
Realme তরফে ভারতে আরেকটি নতুন বাজেট স্মার্টফোন Narzo 60X 5G লঞ্চ করে দেওয়া হয়েছে
কোম্পানির নতুন 5G Smartphone ভারতীয় বাজারে 15000 টাকার কম দামে চালু করা হয়েছে
Narzo 60X 5G ফোনে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM সাপোর্ট রয়েছে
চিনা টেক কোম্পানি Realme তরফে ভারতে আরেকটি নতুন বাজেট স্মার্টফোন Narzo 60X 5G লঞ্চ করে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে প্রিমিয়াম ডিজাইন এবং দুর্দান্ত ফিচার পাওয়া যাবে। কোম্পানির নতুন 5G Smartphone ভারতীয় বাজারে 15000 টাকার কম দামে চালু করা হয়েছে। Realme Narzo 60X 5G ফোনটি লেটেস্ট Narzo Series এর তৃতীয় ফোন।
Narzo 60X 5G ফোনে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM সাপোর্ট রয়েছে। ভারতের বাজারে Realme Narzo 60X 5G ফোনের প্রতিযোগিতা হবে বাজেট ফোন Redmi 12 5G ফোনের সাথে।
আরও পড়ুন: Moto G54 5G: 12GB RAM এবং বাম্পার স্টোরেজ সহ ভারতে লঞ্চ First Powerful Phone
Realme Narzo 60X 5G ফোনে দাম কত
Narzo 60x 5G ফোনের দাম 12,999 টাকা থেকে শুরু হচ্ছে, এই দামে আপনি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশন কিনতে পারবেন। পাশাপাশি, 6GB RAM ভ্যারিয়্যান্টও আনা হয়েছে ফোনের, যার দাম 14,499 টাকা।, যার দাম Realme 11X এর থেকে 500 টাকা কম।
গ্রাহকরা এই ফোনের দুটি কালার অপশন পাবেন- Stellar Green এবং Nebula Purple। ফোনের প্রথম সেল 15 সেপ্টেম্বর রাখা হয়েছে। অফারের আওতায়, কোম্পানি ফোনের দামে 1000 টাকা ছাড় অফার করছে।
Realme Narzo 60x 5G ফোনের স্পেসিফিকেশন
Narzo 60X ফোনে 6.72-ইঞ্চি LCD সহ Full HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 2400 x 1080 পিক্সেল দেওয়া। ডিসপ্লে 680 নিটস পিক ব্রাইটনেস অফার করে।
নারজো 60X ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর সহ আনা হয়েছে।
Narzo 60X 5G ফোনে পাওয়ার দিতে 33W ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি অফার করা হয়েছে।
আরও পড়ুন: Realme C51 vs Redmi 12: নতুন Realme ফোন কি দিতে পারবে Redmi ফোনকে টেক্কা? দেখুন Full Comparison
ফোনটি 6GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.1 ইনবিল্ট স্টোরেজ অফার করে।
লেটেস্ট Realme Narzo 60X ফোনটি দেখতে অনেকটাই Narzo 60 এবং Narzo 60 Pro-এর মতোই। তবে ফোনের কোনো লেদর ভ্যারিয়্যান্ট নেই।
নারজো 60X ফোনেও পিছনে একই গোল ক্যামেরা মডিউল ফিচার দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরার জন্য দুটি কাটআউট দেওয়া হয়েছে এবং পোর্ট্রেট লেন্স সহ 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে।
Meet the #realmenarzo60x5G featuring a MediaTek Dimensity 6100+ 5G Chipset & 33W SUPERVOOC Charge #Next5GSpeedFrontier
First Live Sale on 12th September at 12 Noon starting from ₹12,999 with 1000 off coupon!
T&C Apply@amazonIN
Know more: https://t.co/x9HHBflwNi pic.twitter.com/0sZFNISdfd
— realme narzo India (@realmenarzoIN) September 6, 2023
সেলফির জন্য, ফোনে 8-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
Realme Narzo 60x 5G-এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি 5G, 4G, GPS ব্লুটুথ এবং USB Type-C 2.0 পোর্ট কানেক্টিভিটি সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile