Realme -এর তরফে একটি নতুন ফোনের উপর কাজ করা হচ্ছে। তারা এখন ভীষণই ব্যস্ত এই Narzo সিরিজের আগামী ফোন নিয়ে। মনে করা হচ্ছে এই ফোনটিকে Realme Narzo 60 সিরিজে দেখা যাবে।
Realme কোম্পানির তরফে Realme Narzo 50 সিরিজের গত বছর লঞ্চ করা হয়েছিল। এখন এই সিরিজের উত্তরসূরির দেখা মিলল Geekbench ওয়েবসাইটে। এই ফোনের মডেল নম্বর হবে RMX 3750।
Geekbench ওয়েবসাইটে এই ফোনের দেখা পাওয়া যাওয়ার পর এটির একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। কী কী জানা গেল দেখুন এই ফোনের বিষয়ে।
Realme Narzo 60 5G -এর Geekbench -এর ডেটাবেস থেকে জানা গিয়েছে এই ফোনের মাদারবোর্ডের কোডনেম হবে k6833v1_ 64_ k419 এবং CPU নাম হবে ARM MT 6833। এখানে 6 কোর থাকবে 2 GHZ -এ। এবং 2টি কোর থাকবে 2.20 GHZ -এ।
আরও পড়ুন: OnePlus Nord 3 Price leaked: চলতি মাসেই আসছে ওয়ানপ্লাস এর নতুন ফোন, লঞ্চের আগেই ফাঁস স্টোরেজ সহ দাম
এই ফোনে MediaTek Dimensity 6020 প্রসেসর থাকবে। 8 GB RAM যুক্ত প্রসেসর থাকবেই, এছাড়া একাধিক স্টোরেজ মডেল দেখা যেতে পারে এই ফোনের। Geekbench ওয়েবসাইটের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টের রেজাল্টে Realme Narzo 60 5G ফোনটি 714 এবং 1868 পয়েন্ট পেয়েছে।
সূত্রের খবর অনুযায়ী এই ফোন আদতে চিনে লঞ্চ হওয়া Realme 11 5G ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। তবে এই ফোনের বিষয়ে আর তেমন তথ্য মেলেনি এই ওয়েবসাইট থেকে।
তবে যদি এই ফোনটি সত্যি Realme 11 5G ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হয় তাহলে এখানে থাকতে পারে –
1. 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। 90 Hz রিফ্রেশ রেট দেখা যাবে এখানে।
আরও পড়ুন: Realme 11 Pro+ Vs Motorola Edge 40 Vs Redmi Note 12 Pro+ Compare: 30,000 এর মধ্যে কোনটি সেরা? কেন?
2. Tenaa লিস্টিং অনুযায়ী এখানে ফ্ল্যাট ডিসপ্লে সহ গোলাকার রিয়ার ক্যামেরা মডিউল থাকবে।
3. 3C সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকবে।
4. ইতিমধ্যেই এই ফোনটি 3C, Tenaa, BIS, ইত্যাদির মতো ওয়েবসাইট থেকে একাধিক সার্টিফিকেশন পেয়েছে।