Realme Narzo 50i Prime লঞ্চ করল ভারতে, দাম সহ স্পেসিফিকেশনস জেনে নিন
ভারতে অফিসিয়ালি লঞ্চ করল Realme Narzo 50i Prime
এতে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে সঙ্গে রয়েছে Unisoc T612 চিপসেট
এই ফোনের দাম 7800 টাকা থেকে শুরু হচ্ছে
Realme Narzo সিরিজের নতুন ফোন Realme Narzo 50i prime চুপিসাড়ে লঞ্চ করল ভারতে। কম বাজেটে ভাল ফোন কিনতে চাইলে এটা অবশ্যই একটা অপশন হতে পারে আপনার। Realme C30 এর রিব্র্যান্ড হচ্ছে এই ফোন কারণ এই দুটো ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন এক। Realme C30 সদ্যই ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এই মাসের শেষ থেকেই আলিএক্সপ্রেসের মাধ্যমে Realme Narzo 5i Prime কিনতে পাওয়া যাবে ভারতে।
এই ফোনটিতে ওয়াটারড্রপ নচ আছে সেলফি স্ন্যাপার অ্যাকমোডেট করার জন্য। তবে এই ফোনে একটিই রিয়ার ক্যামেরা আছে। সঙ্গে রয়েছে বক্সি ডিজাইন, আজকাল যেমনটা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাওয়া যায়।
Realme Narzo 50i prime এর দাম কত?
রিয়েলমি নার্জো 50i Prime এর দাম 99.99 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মূল্যে 7820 টাকা। এটি হচ্ছে বেস ভ্যারিয়েন্ট এর দাম। টপ ভ্যারিয়েন্টটির দাম হচ্ছে 109.99 ডলার।
কোন কোন রঙে পাওয়া যাবে এই ফোন?
আপাতত সবুজ এবং নীল রঙেই পাওয়া যাবে Realme Narzo 50i prime। 27 জুন থেকে আলিএক্সপ্রেসে পাওয়া যাবে এই ফোন।
Realme Narzo 50i prime এ কী কী নজরকাড়া স্পেসিফিকেশনস রয়েছে?
Realme Narzo 50i prime এ রয়েছে 6.5 ইঞ্চির HD এবং LCD ডিসপ্লে সঙ্গে 60Hz নর্মাল রিফ্রেশ রেট এবং 1600X720 পিক্সেলের রেজোলিউশন আছে। Unisoc T612 চিপসেট এই ফোনে পেয়ার করা আছে 3GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। Narzo 50i Prime এ মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এর পাশাপাশি রয়েছে 5000mAh ব্যাটারি রয়েছে নর্মাল চার্জিং সাপোর্টের সঙ্গে। অ্যান্ড্রয়েড 11 বেসড Realme বেসড R এডিশন কাস্টম স্কিন থাকছে এই ফোনের আউট অফ দ্যা বক্সে।
এর সঙ্গে রয়েছে 8মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিও কলিং এর জন্য।
এই ফোনের কানেক্টিভিটি সুবিধা কেমন?
4G volte, ডুয়াল 4G volte, ব্লুটুথ 5.0, wifi 802.11 ac কানেক্টিভিটির সুবিধা আছে এই ফোনে। 3.5mm জ্যাক রয়েছে। সঙ্গে USB টাইপ C সাপোর্ট করবে এই ফোন। এই ফোনটির ওজন 185 গ্রাম।