Realme এর লেটেস্ট এন্ট্রি লেভল স্মার্টফোন Realme Narzo 50i Prime এর আজ প্রথম সেল রাখা হয়েছে। 13 সেপ্টেম্বর লঞ্চ হওয়া এই ফোনটি আপনি Amazon India থেকে কিনতে পারবেন। এই ফোন এখন প্রাইম মেম্বরদের জন্য উপলব্ধ হয়েছে। 23 সেপ্টেম্বর থেকে নন-প্রাইম মেম্বারদের জন্য় শুরু হওয়া Amazon Great Indian Festival Sale এই ফোন কিনতে পারবেন। ফোনটি দুটি ভার্সনে আনা হয়েছে- 3GB+32GB এবং 4GB+64GB। ফোনের 3GB RAM মডেলের দাম 7,999 টাকা। পাশাপাশি, 4GB RAM মডেলের দাম 8,999 টাকা রাখা হয়েছে।
প্রথম সেলেই রিয়েলমির এই ফোনটি অনেক আকর্ষণীয় অফার সহ কেনা যাবে। আপনি যদি ফোনটি কিনতে SBI-এর ডেবিট কার্ড ব্যবহার করেন, তবে আপনি 1 হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া, প্রাইম মেম্বররা SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI পেমেন্টে 1500 টাকা পর্যন্ত ছাড় পাবেন। আপনি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে নন-ইএমআই ট্রান্জেকশনে 1250 টাকা পর্যন্ত লাভ পেতে পারেন। বিশেষ বিষয় হল এই ফোনের সাথে কোম্পানি ফ্রি ইয়ারফোনও দিচ্ছে। এখান থেকে কিনুন
Realme Narzo 50i prime ফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD এবং LCD ডিসপ্লে সঙ্গে 60Hz নর্মাল রিফ্রেশ রেট এবং 1600X720 পিক্সেলের রেজোলিউশন আছে। Unisoc T612 চিপসেট এই ফোনে পেয়ার করা আছে 3GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। Narzo 50i Prime ফোনে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এর পাশাপাশি রয়েছে 5000mAh ব্যাটারি রয়েছে নর্মাল চার্জিং সাপোর্টের সঙ্গে। অ্যান্ড্রয়েড 11 বেসড Realme বেসড R এডিশন কাস্টম স্কিন থাকছে এই ফোনের আউট অফ দ্যা বক্সে।
এর সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিও কলিং এর জন্য। 4G volte, ডুয়াল 4G volte, ব্লুটুথ 5.0, wifi 802.11 ac কানেক্টিভিটির সুবিধা আছে এই ফোনে। 3.5mm জ্যাক রয়েছে। সঙ্গে USB টাইপ C সাপোর্ট করবে এই ফোন। এই ফোনটির ওজন 185 গ্রাম।