লঞ্চের আগেই ফাঁস হল Realme Narzo 50 ফোনের দাম এবং ফিচার, জানুন

Updated on 22-Feb-2022
HIGHLIGHTS

Realme Narzo 50-এর স্পেসিফিকেশনগুলি লিক করল tipster Yogesh Brar এবং RMleaks

Narzo 50 ডিভাইসটি Amazon এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে

Realme ভারতে নতুন স্মার্টফোনটিকে একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করবে

 

Realme এর নতুন স্মার্টফোন Narzo 50, আগামী 24 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে৷ অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগেই স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলি লিক করল tipster Yogesh Brar এবং RMleaks। Realme এর নতুন স্মার্টফোনটির জন্য Amazon ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরী করছে। 24 তারিখ লঞ্চ হওয়ার আগে দেখে নিন কোন কোন স্পেসিফিকেশনগুলি থাকতে পারে ফোনটিতে।

Realme Narzo 50 এর স্পেসিফিকেশন

RMleaks এর রিপোর্ট অনুযায়ী, Realme Narzo 50 ডিভাইসটিতে একটি 6.6-inch FHD+ IPS LCD ডিসপ্লে থাকবে, যা120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। Narzo 50 ফোনটি 4GB বা 6GB RAM এবং 64GB বা 128GB UFS 2.1 স্টোরেজ সহ আসতে চলেছে। স্মার্টফোনটিতে MediaTek Helio G96 চিপসেট এবং microSD কার্ড থাকতে পারে। Realme-র ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।

এছাড়া, Realme Narzo 50-তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 2 মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে৷ সেলফির জন্য ফোনটিতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা একটি পাঞ্চ-হোল কাট আউটের মধ্যে থাকতে পারে। লিক অনুযায়ী, Realme Narzo 50 ফোনটি Android 12 এর Realme UI 3.0 সিস্টেমে চলবে।

ভারতে Realme Narzo 50 এর দাম

ভারতীয় মার্কেটে Realme, তাদের নতুন স্মার্টফোনটিকে একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করবে। Realme Narzo 50-এর 4GB RAM এবং 64GB স্টোরেজের বেস ভেরিয়েন্টটি 15,990 টাকায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, Narzo 50 এর 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 17,999 টাকা হতে পারে। অফিসিয়ালি লঞ্চের পর ডিভাইসটি Amazon এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। Realme Narzo 50 স্মার্টফোনটি Grey এবং Green এই দুটি রঙে আসবে বলে শোনা যাচ্ছে।

Connect On :