রিয়েলমি তাদের 100W সুপারডার্ট টেক ফাস্ট চার্জিং প্রযুক্তির কাজ করছে

Updated on 31-Dec-2019
HIGHLIGHTS

শাওমির 100W সুপার চার্জ টার্বো ফাস্ট চার্জকে টক্কর দেবে

কোম্পানির ডার্ট আর সুপার ডার্ট ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করেছে

রিয়েলমি খুব তাড়াতাড়ি তাদের প্রথম 5G ফোন Realme X50 লঞ্চ করবে। আর এবার কোম্পানি তাদের নতুন চার্জিং প্রযুক্তিতে কাজ করছে। রিয়েলমি তাদের ফাস্ট চার্জিং প্রযুক্তি ডার্ট আর সুপার ডার্ট ট্রেডমার্ক দিয়েছে।

টিপস্টার মুকুল শর্মা আর সুধাংশু উন্মেশ রিয়েলমির করা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশানের স্ক্রিনশট দিয়েছে। আর স্ক্রিনশটের নাম ছাড়া আর কোন কিছু জানা যায়নি। বলা হচ্ছে যে এই সুপার ডার্ট শাওমির 100W সুপার চার্জ টার্বো ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে থাকবে।

শাওমির 100W চার্জার 4000mAh য়ের ব্যাটারিকে 17 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারবে। আর ভিভো এই বছরের প্রথমে 12W য়ের সুপার ফাস্ট চার্জার প্রযুক্তি দেখিয়েছিল যা 4000mAh য়ের ব্যাটারিকে 13 মিনিটে চার্জ করতে পারবে।

এই সময়ে রিয়েলমি ওপ্পোর VOOC ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি ব্যাবহার করে। Realme X2 Pro ফোনে কোম্পানির সব থেকে ফাস্ট চার্জিং যুক্ত ফোন। আর এই ফোনে সুপার VOCC ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি আছে যা 50W ফাস্ট চার্জ সাপোর্ট করে আর এটি 35 মিনিটে ফোন ফুল চার্জ করতে পারে।

পরবর্তী Realme X50 5G স্মার্টফোনেও VOOC 4.0 ফ্ল্যশ চার্জ সাপোর্ট করবে যা 30 মিনিটে 70 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারবে।  

Connect On :