Realme GT Neo 6: এই দিন লঞ্চ হবে রিয়েলমির নতুন স্মার্টফোন, শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ থাকবে আর কোন ফিচার, জানুন
Realme তার নতুন স্মার্টফোন Realme GT Neo 6 আনতে চলেছে
নতুন পোস্টারের সাথে আপকামিং ফোনের পার্পল এডিশন প্রকাশ করা হয়েছে
কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনটি 9 মে লঞ্চ করা হবে
Realme তার নতুন স্মার্টফোন Realme GT Neo 6 আনতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনটি 9 মে লঞ্চ করা হবে। কোম্পানি তার আপকামিং ফোনের একটি নতুন পোস্টার শেয়ার করেছে।
আপকামিং রিয়েলমি ফোনের পার্পল এডিশন হল প্রকাশ
নতুন পোস্টারের সাথে আপকামিং ফোনের পার্পল এডিশন প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল পোস্টারে ফোনের ডিজাইন এবং লুক দেখা যাচ্ছে। রিয়েলমি জিটি নিও ৬ ফোনেও Realme GT Neo 6 SE ফোনের মতো ডিজাইন দেওয়া হবে।
আরও পড়ুন: 20,000 টাকার কম দামের স্মাটফোনে Amazon শেষ দিনে দিচ্ছে দেদার ছাড়, Great Summer Sale-এ ব্যাপক ডিল
বলে দি যে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের সম্পর্কে কোম্পানি গত মাসে চীনে ঘোষনা করেছিল। রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের সিলভার নাইট এবং ক্যাঙ্গে হ্যাকার কালার অপশন আনা হবে। পাশাপাশি, জিটি নিও ৬ ফোনের পার্পল কালার অপশন দেখা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোম্পানি আপকামিং ফোনের কালার অপশন সম্পর্কে কিছু জানায়নি।
Realme GT Neo 6 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি জিটি নিও ৬ স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর অফার করা হবে।
এছাড়া কোম্পানি এও নিশ্চিত করেছে যে জিটি নিও ৬ ফোনে 1TB স্টোরেজ পাওয়া যাবে। এই মডেলে 16GB RAM থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনের বেস মডেলে 8GB RAM+256GB স্টোরেজ দেওয়া যেতে পারে।
রিয়েলমি জিটি নিও ৬ ফোনটি ৫জি ডিভাইস হবে। ব্যাটারি ক্ষমতার কথা বললে, এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি সম্পর্কে জানা যায়নি। এতে 120W ফাস্ট চার্জিং সহ ওয়্যারলেস চার্জিং দেখতে পেতে পারি।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile