Realme এর বহুপ্রতিক্ষিত Realme GT Neo 6 SE অবশেষে বাজারে লঞ্চ হয়েছে। কোম্পানির এই স্মার্টফোনটি চীনের বাজারে চালু করা হয়েছে। দুর্দান্ত ফিচার এবং স্পেসিফিকেশন অফার করা হয়েছে এই স্মার্টফোনে। লেটেস্ট ফোনটি GT Neo 5 SE এর আপগ্রেডেড ভার্সন।
নতুন রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের ফিচারের কথা বললে, এতে 6000 নিটস ডিসপ্লে দেওয়া। ফোনে পাওয়ারফুল Snapdragon 7+ Gen 3 প্রসেসর, 512GB পর্যন্ত স্টোরেজ মতো ফিচার পাওয়া যাবে। আসুন নতুন রিয়েলমি স্মার্টফোনের ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Smartphone Discount: 6000mAh ব্যাটারি সহ লেটেস্ট Samsung Galaxy F15 5G ফোনে বাম্পার ছাড়
রিয়েলমি ফোনে 6.78-ইঞ্চি ফ্লেক্সিবল OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি প্রথম স্মার্টফোন যেখানে 6000 নিট পিক ব্রাইটনেস দেওয়া। ফোনে 120Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে। এছাড়া এতে 2500Hz এর টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে।
ইউজারদের চোখ সুরক্ষিত রাখতে এই স্মার্টফোনে নতুন Greenfield AI আই প্রটেকশন টেকনোলজি এবং AI গেমিং আই প্রেটকশন টেকনোলজি দেওয়া হয়েছে।
প্রসেসিংয়ের জন্য রিয়েলমি স্মার্টফোনে কোয়লকম Snapdragon 7+ Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে 16GB পর্যন্ত RAM এর পেয়রিং করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে নতুন ফোনে 50MP প্রাইমারি লেন্স সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনের মেইন সেন্সর Sony IMX882 রয়েছে, যা OIS সাপোর্ট সহ আসে। এছাড়া এতে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের ফ্রন্টে একটি 32-মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্মার্টফোনে 5500mAh ব্যাটারি ক্ষমতা রয়েছে যার সাথে 100W SUPERVOOC চার্জিং সাপোর্ট দেওয়া। কোম্পানির দাবি যে ফোন 12 মিনিটে 50 শতাংশ চার্জ হয় যাবে।
লেটেস্ট ফোনটি চীনের বাজারে চালু করা হয়েছে। ফোনের বেস মডেল 8GB RAM+256GB স্টোরেজ সহ আসে। এটির দাম 1699 ইউয়ান (প্রায় 19,500 টাকা) রাখা হয়েছে।
আরেকটি মডেল 12GB RAM+256GB স্টোরেজ সহ আনা হয়েছে, য়ার দাম 1899 ইউয়ান (প্রায় 21,800 টাকা) রাখা হয়েছে।
তৃতীয় মডেল 16GB RAM+256GB স্টোরেজে আসে, যার দাম 2099 ইউয়ান (প্রায় 24,000 টাকা) রাখা হয়েছে।
ফোনের টপ মডেলটি আসে 16GB RAM+512GB স্টোরেজ সহ। এটি 2399 টাকা (প্রায় 27,600 টাকা) কেনা যাবে।
আরও পড়ুন: Moto G64 5G: 12GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ আসছে মোটো জি৬৪ ৫জি, জানুন কবে হবে লঞ্চ