Realme GT Neo 6 Features Leaked: Snapdragon প্রসেসর নিয়ে আসছে রিয়েলমির ফোন, লঞ্চের আগেই ফাঁস ডিজাইন সহ ফিচার!
Realme GT Neo 6 -এর তথ্য ফাঁস অনলাইনে
এই ফোনটি সবুজ রঙের মডেলে আসছে যে নিশ্চিত
থাকবে Snapdragon 8 Gen 2 প্রসেসর
Realme -এর তরফে বর্তমানে Realme GT Neo 6 ফোনটি নিয়ে কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই চিনের বাজারে লঞ্চ করবে। এই ফোনের কিছু ফিচার কদিন আগেই প্রকাশ্যে এসেছিল। ফলে মোটামুটি জানা গিয়েছে যে এই ফোনে গ্রাহকরা কী কী পেতে চলেছেন।
এখন যখন সবাই এই ফোনের লঞ্চের জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে ঠিক তার আগেই এই ফোনের হাই কোয়ালিটি ছবি অনলাইনে ফাঁস হয়ে গেল। Mysmartprice এবং tipster Onleaks -এর তরফে এই ফোনের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। এই ফাঁস হওয়া ছবি থেকে এই ফোনের ফিচারের বিষয়ে একাধিক তথ্য পাওয়া গিয়েছে।
সদ্য ফাঁস হওয়া তথ্য থেকে কী কী জানা গিয়েছে?
1. এই ফোনের ফাঁস হওয়া ছবি থেকে দেখা গিয়েছে যে ফোনের রিয়ার প্যানেল কেমন হবে, ক্যামেরা আইল্যান্ড কেমন হবে, ইত্যাদি।
2. ফোনটি যে সবুজ রঙে বাজারে আসছে নিশ্চিত। তবে আরও অন্যান্য রঙে এটি কিনতে পাওয়া যাবে কিনা সেটা এখনও জানা যায়নি।
3. ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকবে এটির ডানদিকে।
4. এছাড়া রিয়ার প্যানেলের উপর দিকের গোটাটা জুড়ে একটা পেল্লাই সাইজের ক্যামেরা মডিউল থাকবে এই ফোনে। এই মডিউলের মধ্যে দুটো বড় গোলাকার রিং দেখা যাচ্ছে। সেখানে থাকবে এই ফোনের রিয়ার ক্যামেরা সেন্সরগুলো।
5. এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে।
6. কেবল ক্যামেরা মডিউল নয়, রিয়ার প্যানেলে একটি LED ফ্ল্যাশও আছে।
7. এছাড়া এই ফোনে Snapdragon 8 Gen 2 -এর লোগো, সঙ্গে সুপার Vooc -এর ব্র্যান্ডিং এবং NFC দেখা গিয়েছে। ফলে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এই ফোনটি পরিচালিত হবে Snapdragon 8 Gen Gen 2 প্রসেসরের সাহায্যে। থাকবে NFC এবং সুপার VOOC চার্জিং -এর সুবিধা।
8. এই ফোনে কার্ভড এজ থাকবে। সঙ্গে হালকা গোলাকার কর্নার দেখা যাচ্ছে এখানে। ফলে ফোনটি ধরতে গ্রাহকদের বেশ সুবিধাই হবে।
9. এই ফোনের পূর্বসূরি Realme GT Neo 5 -এ Snapdragon -এর লোগোর পাশেই RGB লাইটিং দেখা গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে একই জিনিস Realme GT Neo 6 -এও উপলব্ধ হবে।
এই ফোনের সম্ভাব্য ফিচার
ডিসপ্লে: ফোনটির ডিসপ্লে সাইজ এখনও জানা যায়নি। তবে এখানে OLED ডিসপ্লে থাকছেই সঙ্গে পাতলা বেজেল। 1.5K রেজোলিউশন -এর সুবিধা পাওয়া যাবে 144 HZ রিফ্রেশ রেটের সঙ্গে।
প্রসেসর – Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে এটি। সঙ্গে Adreno GPU থাকবে।
ব্যাটারি – 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা উপলব্ধ হবে এখানে। তবে ব্যাটারির সাইজ কত হবে সেটা এখনও নিশ্চিত নয়।
ক্যামেরা – এই ফোনের প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকতে পারে। সঙ্গে এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাও পেতে পারেন। যদিও বাকি অন্যান্য তথ্য এখনও জানা যায়নি।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile