Realme GT Neo 5 SE ফোনটি লঞ্চ করে গেল। এটিকে আগেই AnTuTu লিস্টিংয়ে দেখা গিয়েছিল। এরপর অফিসিয়াল পোস্টারের মাধ্যমে এই ফোনের ব্যাটারি এবং প্রসেসরের বিষয়ে জানানো হয়। 3 এপ্রিল এই ফোন চিনে লঞ্চ করল। তবে ভারতে এই ফোন লঞ্চ করবে কিনা, করলেও কবে সেটা এখনও এই কোম্পানির তরফে জানানো হয়নি। তবে কোন কোন ফিচার নিয়ে এই ফোন চিনে লঞ্চ করল দেখুন।
এই ফোনে গ্রাহকরা পাবেন একটি কার্ভড ব্যাক এবং সাইড। এখানে ফ্ল্যাট স্ক্রিন আছে। এই ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন যথাক্রমে থাকবে ফোনের ডান এবং বাঁদিকে। এটি দুটি রঙে উপলব্ধ হয়েছে। এই রং দুটি হোক কালো এবং ফাইনাল ফ্যান্টাসি ব্লু।
6.74 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে মিলবে এই ফোনে যেখানে আছে 1240X2772 পিক্সেলের রেজোলিউশন। 144 HZ রিফ্রেশ রেট মিলবে এই ফোনে। সঙ্গে থাকবে 1400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস।
এই ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 16 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে এই ফোন।
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় এখানে মিলবে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ লেন্স। সেলফি তোলার জন্য এবং ভিডিও কলের জন্য এই ফোনে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনে আছে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5500mAh ব্যাটারি।