6500mAh ব্যাটারি, Snapdragon 8 Elite চিপসেট সহ লঞ্চ হল Realme এর নতুন স্মার্টফোন, জানুন ভারতে কত দামে আসবে

Updated on 04-Nov-2024
HIGHLIGHTS

Snapdragon 8 Elite চিপসেট সহ আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 Pro চীনে লঞ্চ করা হয়েছে

রিয়েলমি ফোনটি 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 3699 ইউয়ান প্রায় 43,000 টাকা

রিয়েলমি জিটি 7 প্রো পাওয়ার দিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh ব্যাটারি দেওয়া

Snapdragon 8 Elite চিপসেট সহ আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকায় আরেকটি ডিভাইসের নাম যোগ হল। এই স্মার্টফোনটি হচ্ছে Realme GT 7 Pro । চীনের বাজারে রিয়েলমি তার লেটেস্ট জিটি 7 প্রো ফোন লঞ্চ করেছে। এতে 6500mAh ব্যাটারি, 6000 নিটস পিক ব্রাইটনেস সহ দুর্দান্ত ডিসপ্লে, 1 TB পর্যন্ত স্টোরেজ, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা মতো একাধিক ফিচার দেওয়া। বলে দি যে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি ভারতে 26 নভেম্বর লঞ্চ করা হবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 7 প্রো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

realme GT 7 Pro ফোনের দাম কত

রিয়েলমি ফোনটি 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 3699 ইউয়ান প্রায় 43,000 টাকা। এছাড়া ফোনের 16GB RAM+256GB মডেল 3899 ইউয়ান প্রায় 46,000 টাকা। এবার 12GB+512GB মডেলের দাম 3999 ইউয়ান (প্রায় 47,000 টাকা) রাখা হয়েছে। পাশাশাশি, 16GB+512GB স্টোরেজ মডেল 4299 ইউয়ান (প্রায় 50,000 টাকা) দামে কেনা যাবে। ফোনের 16GB RAM+1TB মডেলটি 4799 ইউয়ান (প্রায় 56,000 টাকা) দামে আসে।

আরও পড়ুন: 200MP সেন্সর সহ আসতে পারে Xiaomi 15 Ultra, ক্যামেরা স্পেক্স ফাঁস, রাতে DSLR এর মতো ছবি তুলবে

জিটি 7 প্রো ফোনটি মার্স মার্স অরেঞ্জ, স্টার ট্রেল টাইটেনিয়াম এবং ওয়াইট কালার অপশনে আনা হয়েছে।

রিয়েলমি জিটি 7 প্রো স্পেসিফিকেশন এবং দাম কী রয়েছে

ডিসপ্লে: রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি 6.78-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া। এটি 2780×1264 পিক্সেল রেজোলিউশন, 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ডিসপ্লেতে ডলবি ভিশনও পাওয়া যাবে।

প্রসেসর: রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি কোয়লকম এর লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি 7 প্রো ফোনে OIS এবং LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে 50MP IMX906 প্রাইমারি ক্যামেরা, 50MP IMX882 পেরিস্কোপ লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টে 16MP লেন্স পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh এর সিলিকন-কার্বন নেগেটিভ ইলেক্ট্রোড ব্যাটারি দেওয়া।

অপারেটিং সিস্টাম: এই মোবাইলটি Android 15 ভিত্তিক OriginOS কস্টম স্ক্রিনে কাজ করে। স্মার্টফোনে সুরক্ষার জন্য আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP69+IP68 রেটিং, হাই-রেজ অডিও, OReality অডিও মতো ফিচার সাপোর্ট করে।

আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং প্রিমিয়াম লেদার ডিজাইন সহ Motorola 5G ফোন সস্তায় কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :