Realme GT 7 Pro ভারতে এই বছর হবে লঞ্চ, ভাইস প্রেসিডেন্ট নিজেই করল ফাঁস

Realme GT 7 Pro ভারতে এই বছর হবে লঞ্চ, ভাইস প্রেসিডেন্ট নিজেই করল ফাঁস
HIGHLIGHTS

নতুন স্মার্টফোন বাজারে আনা সাথেই কোম্পানি তার আপকামিং Realme GT 7 Pro ফোনের ঘোষনা করে দিয়েছে

রিয়েলমি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট Chese Xu আপকামিং ফোনের ঘোষনা করেছে

রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে প্রসেসর হিসেবে Snapdragon 8 Gen 4 SoC হতে পারে

Realme গত সপ্তাহে ভারতীয় বাজারে Realme GT 6T লঞ্চ করেছে। এতে প্রসেসর হিসেবে 4nm Snapdragon 7+ Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। তবে নতুন স্মার্টফোন বাজারে আনা সাথেই কোম্পানি তার আপকামিং নতুন ফোনের ঘোষনা করে দিয়েছে। আপকামিং ফোনটি Realme GT 7 Pro হতে চলেছে।

রিয়েলমি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট Chese Xu, একজন ইউজারকে GT 5 Pro লঞ্চ না করার কারণে জানিয়েছেন যে কোম্পানি শীঘ্রই জিটি ৭ প্রো দেশে আনতে চলেছে। গত বছর চীনে জিটি ৫ প্রো আনা হয়েছিল। এতে Snapdragon 8 Gen 3 চিপসেট অফার করা। রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে প্রসেসর হিসেবে Snapdragon 8 Gen 4 SoC হতে পারে।

আরও পড়ুন: JioCinema: 299 টাকায় 12 মাস দেখুন জিওসিনেমা প্রিমিয়াম, 4K কোয়ালিটি সহ এড-ফ্রি কন্টেন্ট

বলে দি যে সম্প্রতি রিয়েলমি কোম্পানি ভারতীয় গ্রাহকদের জন্য Realme GT 6T শক্তিশালী গেমিং ফোন লঞ্চ করেছে। এই ফোনটি আজ সেলে বিক্রি করা হচ্ছে।

Realme GT 6T ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে

ডিসপ্লে: রিয়েলমির এই ফোন 6.78 ইঞ্চি 6000nit হাইপার ডিসপ্লে সহ আনা হয়েছে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট, 2780*1264 পিক্সেল রেজোলিউশন সহ আনা হয়েছে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য জিটি ৬টি ফোনে Snapdragon 7+ Gen 3 চিপসেট দেওয়া। ফোনটি Adreno 732 জিপিউর সাথে পেয়ার করা।

Realme GT 7 Pro
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে প্রসেসর হিসেবে Snapdragon 8 Gen 4 SoC হতে পারে

RAM এবং স্টোরেজ: ফোনে 8GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ দেওয়া।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে Sony 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য এতে 32MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

ব্যাটারি: গেমিং ফোন 5500mAh এর ব্যাটারি এবং 120W SUPERVOOC চার্জিং সহ আসে।

আরও পড়ুন: Moto G04s: 50MP AI ক্যামেরা সহ 30 মে হবে লঞ্চ হবে নতুন মোটো ফোন, দাম হবে 8000 টাকার কম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo