Realme GT 7 Pro Leaks: 16GB RAM এবং ইউনিক ফিচার সহ আসবে রিয়েলমি জিটি ৭ প্রো, স্পেক্স ফাঁস

Realme GT 7 Pro Leaks: 16GB RAM এবং ইউনিক ফিচার সহ আসবে রিয়েলমি জিটি ৭ প্রো, স্পেক্স ফাঁস
HIGHLIGHTS

Realme তার গ্রাউন্ড মার্কেটে Realme GT 7 Series নিয়ে আসতে চলেছে

ভারতীয় বাজারে চলতি বছরের ডিসেম্বর মাসে রিয়েলমি জিটি ৭ প্রো আসবে বলে জানা গেছে

পারফরম্যান্সের জন্য Realme GT 7 Pro ফোনে Snapdragon 8 Gen 4 চিপসেট পাওয়া যাবে

Realme তার গ্রাউন্ড মার্কেটে Realme GT 7 Series নিয়ে আসতে চলেছে। কোম্পানি চীনের বাজারে জুলাই মাসে Snapdragon 8 Gen 3 সহ একটি ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি আপকামিং ফোন রিয়েলমি জিটি ৭ হতে পারে। তবে আগে আশা রিপোর্টে আপকামিং ফোনটি Realme GT 6 হবে বলে দাবি করা হচ্ছিল। কিন্তু লেটেস্ট লিক রিপোর্টে এটি জিটি ৭ হবে বলে দাবি করা হয়েছে। তবে ভারতীয় বাজারে কোম্পানি এই বছরের শেষে Realme GT 7 Pro লঞ্চ করবে। কোম্পানির তরফে এই বিষয় নিশ্চিত করা হয়েছিল। এখন এই ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে।

কবে ভারতে লঞ্চ হবে Realme GT 7 Pro

ভারতীয় বাজারে চলতি বছরের ডিসেম্বর মাসে রিয়েলমি জিটি ৭ প্রো আসবে বলে জানা গেছে। এই ফোনটি চীনেও লঞ্চ করা হয়েছে। তবে চীনের বাজারেও এই ফোনটি চালু করা হবে। লঞ্চের আগেই চীনের জনপ্রিয় টিপস্টার আপকামিং ফোনের স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছে। টিপস্টার Digital Chat Statio চীনের Weibo তে একটি পোস্ট শেয়ার করেছে। এখানে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।

আরও পড়ুন: Nothing এর CMF Phone 1 ফোনের পোস্টার টিজ, ডিজাইন সহ কালার অপশন এল সামনে

Realme confirms the launch of Realme GT 7 Pro in India
চলতি বছরের ডিসেম্বর মাসে রিয়েলমি জিটি ৭ প্রো আসবে বলে জানা গেছে

GT 7 Pro ফোনে কী থাকবে বিশেষ

টিপস্টার অনুযায়ী, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে থাকতে পারে। এটি OLED 8T LTPO ডিসপ্লে দেওয়া যেতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনে Snapdragon 8 Gen 4 চিপসেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হবে, যা পেরিস্কোপ লেন্স হতে পারে। এর সাথে 3X অপটিকাল জুম পেয়ার করা হবে। তবে এখন পর্যন্ত ফোনের ক্যামেরা সম্পর্কে বেশি ডিটেল প্রকাশ করা হয়েনি।

ফোনে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ অপশন অফার করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং স্মার্টফোন রিয়েলমির প্রথম স্মার্টফোন হবে, যা আল্ট্রোসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে।

পাওয়ার দিতে ফোনের কত বড় ব্যাটারি থাকবে, তা কিছু জানায়নি টিপস্টার। ফোনের সিলিকন এনোড ব্যাটারি দেওয়া হবে।

আরও পড়ুন: Oppo F27 Pro+ 5G: IP69 রেট সহ ভারতের প্রথম ওয়াটারপ্রুফ স্মার্টফোন আগামী সপ্তাহ হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo