রিয়েলমি ভারতে তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 Pro লঞ্চ করে দিয়েছে। এটি ভারতে লেটেস্ট Snapdragon 8 Elite চিপসেট সহ আসা প্রথম ফোন। এই ফোনের বিশেষত্ব হল যে ফোনটি আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড দেওয়া হয়েছে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনরে প্রতিযোগিতা OPPO Find X8 Pro এবং আপকামিং iQOO 13 এর সাথে হবে।
রিয়েলমি জিটি 7 প্রো ফোনে ফিচার হিসেবে এতে 16GB RAM, 5800mAh টাইটান ব্যাটারি, 120W আল্ট্রা চার্জ টেকনোলজি এবং 1.5K OLED ডিসপ্লে সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 7 প্রো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
আরও পড়ুন: Jio দিচ্ছে অতিরিক্ত 20 জিবি ডেটা বিনামূল্যে, এই দুটি রিচার্জ প্ল্যানে মিলবে
রিয়েলমি জিটি 7 প্রো ফোনের দাম 59,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া ফোনের টপ ভ্যারিয়্যান্ট 16GB RAM+512GB স্টোরেজ 65,999 টাকায় লঞ্চ করা হয়েছে। জিটি 7 প্রো ফোনটি মার্স অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে কালার অপশনে 27 নভেম্বর থেকে কেনা যাবে।
অফারের কথা বললে, কোম্পানি এতে 3000 টাকার ব্যাঙ্ক ছাড় দিচ্ছে। ফোনের প্রি-বুকিংয়ে গ্রাহকরা 2 বছর পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং 1 বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে।
নতুন রিয়েলমি জিটি 7 প্রো ফোনের বিক্রি কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট Amzon সহ রিটেল স্টোর থেকে কেনা যাবে।
ডিসপ্লে: রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 6.78-ইঞ্চির 1.5k স্ক্রিন দেওয়া। এটি পঞ্চ হোল ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 6500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি IP68+IP69 রেটিং সহ আসে। ফোনের ডিসপ্লে HDR 10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে।
প্রসেসর: জিটি 7 প্রো ভারতে এমন একটি ফোন, যা লেটেস্ট কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসর সহ আনা হয়েছে। এটি এড্রেনো 830 জিপিউ সহ পেয়ার করা।
মেমরি: রিয়েলমি জিটি 7 প্রো ফোনে পাওয়ারফুল প্রসেসর সহ শক্তিশালী RAM ও দেওয়া হয়েছে। ভারতে এই ফোন 16 জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে যা 512 জিবি স্টোরেজ সাপোর্ট করে। এটি ফোনের টপ মডেল। জিটি 7 প্রো ফোনে ডায়নামিক RAM প্রযুক্তি দেওয়া। সব মিলিয়ে জিটি 7 প্রো ফোনে মোট 28 জিবি RAM অফার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 7 প্রো ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টাম দেওয়া হয়েছে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যা 50MP IMX906 OIS মেইন লেন্স দেওয়া। এর সাথে 50MP পেরিস্কোপ পোট্রেট IMX882 সেন্সর এবং 112 ডিগ্রি FOV সহ 8MP আল্ট্রা ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি তোলার জন্য 16MP সোনি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি ভারতে 5800mAh টাইটন ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এটি সিলিকন-কার্বন এনোড ব্যাটারি যা কোম্পানির দাবি অনুযায়ী 450 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম অফার করে। ফোনের বড় ব্যাটারি চার্জ করতে এতে 120W আল্ট্রা চার্জের ফিচার দেওয়া হয়েছে যা রিয়েলমির অনুযায়ী মাত্র 11 মিনিটে 50 শতাংশ চার্জ করা যাবে।
আরও পড়ুন: Vivo X200 Series এর ভারতীয় লঞ্চ নিশ্চিত, 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ হবে এন্ট্রি