Realme GT 7 Pro ফোনটি চীনে 4 নভেম্বর লঞ্চ করা হবে। লঞ্চের আগেই কোম্পানি আপকামিং স্মার্টফোনের বেশিরভাগ ফিচার প্রকাশ করে দিয়েছে। রিয়েলমি নিশ্চিত করেছে যে নতুন ফ্ল্যাগশিপ কোয়লকম Snapdragon 8 Elite চিপসেট এবং Samsung Eco 2 OLED Plus সহ আসবে। ফিচারের পাশাপাশি এবার আপকামিং রিয়েলমি জিটি 7 প্রো ফোনের দামও লিক হয় গেছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 7 প্রো ফোনের দাম এবং স্পেক্স কী থাকবে জেনে নেওয়া যাক।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এর weibo সাইটে একটি পোস্ট অনুযায়ী রিয়েলমি জিটি 7 প্রো ফোনের দাম CNY 3,999 (প্রায় 47,100 টাকা) থেকে শুরু হবে। টিপস্টার এর তরফে একট স্ক্রিনশট শেয়ার করা হয়েছে যেখানে আপকামিং ফোনের লিক প্রাইস দেখা যাচ্ছে। এই দাম চীনের একটি ই-কমার্স সাইট থেকে নেওয়া।
তবে মনে করিয়ে দি যে Realme GT 5 Pro ফোনটি চীনের বাজারে CNY 3399 (প্রায় 40,000 টাকা) আনা হয়েছিল। এই দাম ফোনের 12 জিবি RAM+256 জিবি স্টোরেজের রাখা হয়েছিল।
টিপস্টার জানিয়েছে যে আপকামিং রিয়েলমি জিটি 7 প্রো ফোনে টেলিস্কোপ ক্যামেরা এবং IP69 রেটিং দেওয়া যেতে পারে। এছাড়া পাওয়ার দিতে স্মার্টফোনে 6500mAh ব্যাটারি সহ 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি কোয়ালকম এর লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ আসবে। এটি স্যামসাং ইকো 2 ওলেড প্লাস ডিসপ্লে সহ আসবে। সাথে এটি 2000 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস এবং 6000 এর বেশি নিট লোকল পিক ব্রাইটনেস এবং 120 শতাংশ DCI-P3 কালার গেমুট কভারেজ সাপোর্ট করবে।
আপকামিং রিয়েলমি ফোনের স্ক্রিনে ডলবি ভিশন এবং HDR10+ অফার করা হবে। ফোনটি সুরক্ষিত রাখতে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
সম্প্রতি MIIT লিস্টিং থেকে জানা গেছে যে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি 6.78-ইঞ্চি স্ক্রিন সহ 2780×1264 পিক্সেল রেজোলিউশন সহ আনা হবে। ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে, যা 50MP এবং 8MP সেন্সরে পেয়ার করা হবে। এছাড়া ফোনে 16MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
আরও পড়ুন: Xiaomi 15 Series লঞ্চ, Snapdragon 8 Elite, 50MP এর তিনটি ক্যামেরা সহ বড় ব্যাটারি রয়েছে ফোনে