রিয়েলমি তার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন realme GT 7 Pro এর প্রি-বুকিং ভারতে শুরু করে দিয়েছে। আজ অর্থাৎ 18 নভেম্বর থেকে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন বুক করা যেতে পারে, যেখানে একগুচ্ছ অফারও পাওয়া যাবে। রিয়েলমি জিটি 7 প্রো 26 নভেম্বর ভারতে লঞ্চ করা হবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ফোনটি কোথায় এবং কীভাবে বুক করা যেতে পারে।
রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি অনলাইন শপিং সাইট Amazon এবং অফলাইন রিটেল স্টোর থেকে প্রি-বুক করা যাবে। ফোনের প্রি-বুকি 18 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হয় গেছে। গ্রাহকরা এই মোবাইলের প্রিবুকিংয়ে 1000 টাকা পেমেন্ট করে করতে পারেন। একইভাবে অফলাইন রিটেল স্টোরে 2000 টাকা দিয়ে জিটি 7 প্রো প্রিবুকিং করা যাবে।
আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে এল OnePlus 13 এবং OnePlus 13R ফোনের RAM, স্টোরেজ এবং কালার অপশন
আপকামিং রিয়েলমি জিটি 7 প্রো ফোনের প্রিবুকিংয়ে 1 বছরের স্কিন ড্যামেজ ইনসিওরেন্স পাওয়া যাবে। এছাড়া প্রিবুকিংয়ে গ্রাহকদের 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হবে। রিয়েলমি জিটি 7 প্রো বুক করা গ্রাহকরা 12 মাসের নো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। এছাড়া অফলাইন রিটেলে বুকিংয়ে 24 মাসের ইএমআই এর সুবিধা দেওয়া হচ্ছে।
দামের কথা বললে, রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি ভারতে 26 নভেম্বর লঞ্চ হবে। হাই-এন্ড স্পেসিফিকেশন সহ আসা রিয়েলমি জিটি 7 প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 50 হাজার টাকার বেশি দামে আসবে। অনুমান করা হচ্ছে যে ভারতে জিটি 7 প্রো ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হতে পারে। এই দামে 12 জিবি RAM+256 জিবি স্টোরেজ আসবে। পাশাপাশি, ফোনের সবচেয়ে বড় 16 জিবি RAM মডেলটি 55,000 টাকার কাছাকাছি হতে পারে।
Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে রিয়েলমি জিটি 7 প্রো। ফোনে 6.67-ইঞ্চির 8T LTPO Samsung Eco2 1.5K OLED পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, 6000 নিট HDR ব্রাইটনেস এবং 450PPI সাপোর্ট করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি IP69+1P68 সার্টিফাইড সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 7 প্রো স্মার্টফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP IMX906 OIS মেইন সেন্সর, 50MP IMX882 পেরিস্কোপ লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোবাইল 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনে পাওয়ার দিতে 6500mAh ব্যাটারি দেওয়া হবে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।