realme GT 7 Pro ফোনের প্রি-বুকিং ভারতে শুরু, মাত্র 1000 টাকা দিয়ে ফ্ল্যাগশিপ ফোনটি হতে পারবে আপনার
রিয়েলমি তার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন realme GT 7 Pro এর প্রি-বুকিং ভারতে শুরু করে দিয়েছে
রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি অনলাইন শপিং সাইট Amazon এবং অফলাইন রিটেল স্টোর থেকে প্রি-বুক করা যাবে
রিয়েলমি জিটি 7 প্রো 26 নভেম্বর ভারতে লঞ্চ করা হবে
রিয়েলমি তার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন realme GT 7 Pro এর প্রি-বুকিং ভারতে শুরু করে দিয়েছে। আজ অর্থাৎ 18 নভেম্বর থেকে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন বুক করা যেতে পারে, যেখানে একগুচ্ছ অফারও পাওয়া যাবে। রিয়েলমি জিটি 7 প্রো 26 নভেম্বর ভারতে লঞ্চ করা হবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ফোনটি কোথায় এবং কীভাবে বুক করা যেতে পারে।
realme GT 7 Pro ফোনের প্রি-বুকি কীভাবে হবে
রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি অনলাইন শপিং সাইট Amazon এবং অফলাইন রিটেল স্টোর থেকে প্রি-বুক করা যাবে। ফোনের প্রি-বুকি 18 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হয় গেছে। গ্রাহকরা এই মোবাইলের প্রিবুকিংয়ে 1000 টাকা পেমেন্ট করে করতে পারেন। একইভাবে অফলাইন রিটেল স্টোরে 2000 টাকা দিয়ে জিটি 7 প্রো প্রিবুকিং করা যাবে।
Stay Ahead, Stay Informed with realme UI 6.0!
— realme (@realmeIndia) November 17, 2024
Launching on 26th November, 12 PM
Pre-booking starts from 18th November, 12 PM
Know more:https://t.co/4o7hvqbnKb https://t.co/5jeSo3hvgZ#ExploreTheUnexplored #DarkHorseofAI #GT7ProFirst8EliteFlagship #realmeGT7Pro
আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে এল OnePlus 13 এবং OnePlus 13R ফোনের RAM, স্টোরেজ এবং কালার অপশন
আপকামিং রিয়েলমি জিটি 7 প্রো ফোনের প্রিবুকিংয়ে 1 বছরের স্কিন ড্যামেজ ইনসিওরেন্স পাওয়া যাবে। এছাড়া প্রিবুকিংয়ে গ্রাহকদের 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হবে। রিয়েলমি জিটি 7 প্রো বুক করা গ্রাহকরা 12 মাসের নো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। এছাড়া অফলাইন রিটেলে বুকিংয়ে 24 মাসের ইএমআই এর সুবিধা দেওয়া হচ্ছে।
ভারতে কত দাম হবে রিয়েলমি জিটি 7 প্রো ফোনের
দামের কথা বললে, রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি ভারতে 26 নভেম্বর লঞ্চ হবে। হাই-এন্ড স্পেসিফিকেশন সহ আসা রিয়েলমি জিটি 7 প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 50 হাজার টাকার বেশি দামে আসবে। অনুমান করা হচ্ছে যে ভারতে জিটি 7 প্রো ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হতে পারে। এই দামে 12 জিবি RAM+256 জিবি স্টোরেজ আসবে। পাশাপাশি, ফোনের সবচেয়ে বড় 16 জিবি RAM মডেলটি 55,000 টাকার কাছাকাছি হতে পারে।
রিয়েলমি জিটি 7 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে রিয়েলমি জিটি 7 প্রো। ফোনে 6.67-ইঞ্চির 8T LTPO Samsung Eco2 1.5K OLED পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, 6000 নিট HDR ব্রাইটনেস এবং 450PPI সাপোর্ট করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি IP69+1P68 সার্টিফাইড সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 7 প্রো স্মার্টফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP IMX906 OIS মেইন সেন্সর, 50MP IMX882 পেরিস্কোপ লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোবাইল 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনে পাওয়ার দিতে 6500mAh ব্যাটারি দেওয়া হবে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile