রিয়েলমি তার আপকামিং realme GT 7 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি চলতি মাস নভেম্বরেই চালু করা হবে বলে জানিয়েছে কোম্পানি। আপকামিং রিয়েলমি ফোনটি কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Elite সহ আসা ভারতের প্রথম ফোন হবে। নতুন রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি ভারতে 26 নভেম্বর লঞ্চ করা হবে।
কোম্পানি দাবি করেছে যে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একাধিক AI ফিচার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক নতুন টিজারে কোম্পানি কী তথ্য দিয়েছে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং প্রিমিয়াম লেদার ডিজাইন সহ Motorola 5G ফোন সস্তায় কেনার সুযোগ
কোম্পানি তার একটি টিজারে ঘোষণা করেছে যে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি 26 নভেম্বর ভারতে আনা হবে। আপকামিং ফোনটি ভারতে দুপুর 12টায় একটি ইভেন্টে চালু করা হবে। লঞ্চের আগেই কোম্পানি নিশ্চিত করে দিয়েছে যে আপকামিং রিয়েলমি জিটি ফোনের বিক্রি Amazon সাইট থেকে করা হবে।
মাইক্রোসাইট অনুযায়ী, এটি ভারতে আসা প্রথম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ডিভাইস হবে। ফোনটি এখন পর্যন্ত কমলা রঙের বিকল্পে দেখা গেছে।
ডিজাইনের কথা বললে, রিয়েলমি আগেই জানিয়ে দিয়েছে যে আপকামিং জিটি 7 প্রো ফোনটি ইউনিক মার্স ডিজাইন সহ আসবে। এতে ফোনের ব্যাক সাইডে টেক্সচার দেওয়া হবে। এছাড়া ফোনে মল্টি-লেয়ার এন্টি-গ্লেয়ার টেকনোলজি পাওয়া যাবে। এর সাথে ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে বলে দেখা গেছে ছবিতে।
ডিসপ্লে: টিজার ছবি থেকে নিশ্চিত করা হয়েছে যে রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 8T LTPO প্যানেল এবং 120Hz শতাংশ আল্ট্রা ওয়াইড P3 কালার গ্যামেট থাকবে। এর সাথে ফোনে 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসর: আপকামিং ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা যেতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 7 প্রো ফোনে টেলিফটো ক্যামেরা সহ 3X অপটিকাল জুম, 6X লসলেস জুম এবং 120X পর্যন্ত ডিজিটাল জুম পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি 120W ফাস্ট চার্জিং সহ 6500mAh ব্যাটারি সহ আসতে পারে। তবে লিস্টিং থেকে জানা গেছিল যে এটি 100W চার্জিং সাপোর্ট করবে।