লঞ্চের আগে Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন ফাঁস, 24 জিবি RAM, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ আর কী থাকবে বিশেষ

Updated on 29-Oct-2024
HIGHLIGHTS

Realme GT 7 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন 4 নভেম্বর লঞ্চ হতে চলেছে

আপকামিং রিয়েলমি ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে

রিয়েলমি জিটি 7 প্রো ফোনের প্রতিযোগিতা Xiaomi 15 series, OnePlus 13, iQOO 13, Honor Magic7, Asus ROG Phone 9 এর সাথে হবে

Realme GT 7 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন 4 নভেম্বর লঞ্চ হতে চলেছে। আপকামিং রিয়েলমি ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি সার্টিফিকেশন সাইট TENAA তে লিস্ট করা হয়েছে, যেখানে আপকামিং ফোনের ডিসপ্লে সাইজ, ব্যাটারি ক্ষমতা এবং মেমরি অপশন সম্পর্কে জানা গেছে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনের প্রতিযোগিতা Xiaomi 15 series, OnePlus 13, iQOO 13, Honor Magic7, Asus ROG Phone 9 এর সাথে হবে। বলে দি যে এই ফোনগুলিও স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরে কাজ করবে।

আপকামিং রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি চীনের বাজারে আসার পরেই গ্লোবাল মার্কেটেও আনা হবে। চীনের লঞ্চের এক সপ্তাহ বাকি আছে, এখনই ফোনের বেশিরভাগ ফিচার এবং স্পেক্স প্রকাশ হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি এর নতুন ফোনে কী বিশেষ থাকবে।

আরও পড়ুন: অ্যামাজন দিওয়ালি সেলের শেষ দিনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে 32-inch Smart TV, সবচেয়ে সস্তা 5,299 টাকার

Realme GT 7 Pro ফোনে কেমন হবে স্পেক্স

ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি7 প্রো ফোনে 6.78-ইঞ্চি ডিসপ্লে হবে, যার রেজোলিউশন 2780×1264 পিক্সেল থাকবে। আগে আসা রিপোর্টে বলা হয়েছিল যে আপকামিং ফোনে Samsung Eco2 OLED Plus দেওয়া হবে।

চিপসেট: পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন ফোনে কোয়ালকম এরে Snapdragon 8 Elite প্রসেসর থাকবে। এর সাথে কম করে 8 জিবি RAM থেকে 24 জিবি পর্যন্ত RAM পেয়ার করা হবে। স্টোরেজ হিসেবে এতে 128 জিবি এবং 1 টিভি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 7 প্রো ফোনে ট্রিপর রিয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনের মেইন সেন্সর 50MP হবে, যার সাথে 50MP টেলিফটো শুট থাকবে, যা 3x অপটিকাল জুম সাপোর্ট করবে। ফোনে 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরাও পাওয়া যাবে। ফ্রন্টে থাকতে পারে 16MP সেলফি ক্যামেরা।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 6500mAh ব্যাটারি হবে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: মাত্র এক মাস আগে লঞ্চ হওয়া Realme 5G ফোনে সোজা 2000 টাকা ছাড়, লাগবে না কোনো ব্যাঙ্ক কার্ড অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :