Realme ভারতে আজ তার GT Series এর নতুন মোবাইল নিয়ে হাজির হয়েছে। লেটেস্ট ফোনটি Realme GT 6T নামে ভারতে লঞ্চ করা হয়েছে। এটি ভারতের প্রথম স্মার্টফোন যা কোয়ালকম এর 4nm Snapdragon 7+ Gen 3 প্রসেসর সহ আনা হয়েছে। এছাড়া ফোনে 12GB RAM এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।
রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম 30,999 টাকা থেকে শুরু হয়ে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজের দাম 35,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, 12GB+256GB অপশনও রয়েছে এটির দাম 35,999 টাকা। এর সাথে টপ মডেল 12GB RAM+512GB এর দাম 39,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 32GB RAM সহ Infinix GT Book গেমিং ল্যাপটপ ভারতে লঞ্চ, দাম জানেন কত
প্রথম সেলে SBI, ICICI এবং HDFC ব্যাঙ্ক কার্ডে 4000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া কোম্পানি 2000 টাকার এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। যার মানে ফোনের দাম পুরো 6000 টাকা পর্যন্ত কমে যাবে। জিটি 6T ফোনটি ফ্লুইড সিলভার এবং রেজার গ্রিন রঙে কেনা যাবে। ফোনের বিক্রি 29 মে দুপুর 12 টায় Amazon এবং কোম্পানির ওয়েবসাইট থেকে করা হবে।
ডিসপ্লে: রিয়েলমি জিটি ৬টি ফোনে 6.78-ইঞ্চি ফুল HD+ LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1264×2780 পিক্সেল রেজোলিউশনে কাজ করবে। ফোনটি রিফ্রেশ রেট 1Hz থেকে 120Hz এর মধ্যে রয়েছে। এটি 1000 নিট পিক ব্রাইটনেসে কাজ করবে। কোম্পানির দাবি যে এটি 6000 নিটস লোকল পিক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং পাওয়া যাবে।
প্রসেসর: জিটি ৬টি ফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি ভারতে প্রথম স্মার্টফোন যা এই প্রসেসর সহ আনা হয়েছে।
RAM এবং স্টোরেজ: ফোনের সাথে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ অফার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য নতুন রিয়েলমি ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এটি Sony LYT-600 সেন্সর সহ আসে। ফোনে OIS সাপোর্ট দেওয়া। এছাড়া এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য, ফোনে 32 মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5500mAh ব্যাটারি রয়েছে যা 120W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 8GB RAM সহ Vivo Y200 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার কী