Realme GT 6T: রিয়েলমির নতুন গেমিং ফোনের আজ বিক্রি, আর্লী বর্ড সেলে সস্তায় কেনার সুযোগ

Updated on 28-May-2024
HIGHLIGHTS

আজ অর্থাৎ 28 মে 2024 থেকে Realme GT 6T পাওয়ারফুল গেমিং ফোনের আর্লী বর্ড সেল লাইভ হচ্ছে

রিয়েলমি জিটি ৬টি ফোনের 8GB+128GB মডেলটি 30,999 টাকায় লঞ্চ করা হয়েছে

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে Snapdragon 7+ Gen 3 চিপসেট

Realme সম্প্রতি ভারতে realme GT 6T লঞ্চ করেছে। লঞ্চের পর এই ফোনটি আজ কেনার সুযোগ রয়েছে। আজ অর্থাৎ 28 মে 2024 থেকে এই পাওয়ারফুল গেমিং ফোনের আর্লী বর্ড সেল (Realme GT 6T Early Access Sale) লাইভ হচ্ছে। ফোনের আর্লী বর্ড সেল Amazon সাইটে দুপুর 12টায় শুরু হবে, যা দুপুর 2টা পর্যন্ত চলবে। মাত্র দুই ঘন্টার জন্য লাইভ হবে এই সেল।

রিয়েলমি জিটি ৬টি ফোনটি দুটি কালার ফ্লুইড সিলভার এবং রেজার গ্রিন অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনটি চারটি মডেলে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট রিয়েলমি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

আরও পড়ুন: লেদার ভেগান ডিজাইন, 12GB পর্যন্ত RAM সহ Samsung Galaxy F55 5G ভারতে লঞ্চ, প্রথম সেলেই 2000 টাকার ছাড়

realme GT 6T ফোনের ভারতে দাম কত

  • 8GB+128GB মডেলটি 30,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
  • 8GB+256GB মডেলটি 32,999 টাকায় কেনা যাবে।
  • 12GB+256GB মডেলের দাম 35,999 টাকা রাখা হয়েছে।
  • 12GB+512GB মডেলেটি 39,999 টাকায় কেনা যাবে।
আর্লী বর্ড সেলে রিয়েলমি ফোনে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে

বলে দি যে আর্লী বর্ড সেলে রিয়েলমি ফোনে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানি ফোনে 4000 টাকার ব্যাঙ্ক অফারের সাথে 2000 টাকার এক্সচেঞ্জ বোনাসও দেবে।

রিয়েলমি জিটি ৬টি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: রিয়েলমির নতুন ফোনে 6.78 ইঞ্চি 6000nit হাইপার ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2780*1264 পিক্সেল রেজোলিউশনে কাজ করে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে রয়েছে Snapdragon 7+ Gen 3 চিপসেট।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৬টি ফোনে রয়েছে Snapdragon 7+ Gen 3 চিপসেট

RAM এবং স্টোরেজ: রিয়েলমি ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রিয়েলমি ফোনে প্রাইমারি 50MP সোনি সেন্সর, সোনি IMX355 8MP আল্ট্রা ওয়াইড-এঙ্গেল রয়েছে। এছাড়া এতে 32MP সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনটি 5500mAh ব্যাটারি এবং 120W SUPERVOOC Charge সহ আসে।

আরও পড়ুন: Xiaomi 14 Civi: ভারতে এই দিন লঞ্চ হবে 32MP+32MP সেলফি ক্যামেরা সহ শাওমি ১৪ সিভি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :