কম দামে দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তবে বড় ডিসকাউন্ট সহ Realme এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিক্রি হচ্ছে। আমরা Realme GT 6T 5G ফোনের কথা বলছি, যা সবচেয়ে কম দামে কেনা যেতে পারে। এই ডিভাইসে কুপন ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এছাড়া থাকছে ব্যাঙ্ক অফার। এই ভাবে মোট 5000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে রিয়েলমি জিটি 6টি 5জি ফোনে।
আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 6টি 5জি ফোনে কী ডিল এবং অফার পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Realme Narzo 70 Turbo 5G First Sale: 15000 টাকার কমে সবচেয়ে ফাস্ট প্রসেসর সহ ৫জি ফোন কেনার সুযোগ
Realme GT 6T 5G ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 30,998 টাকায় Amazon সাইটে লিস্ট করা হয়েছে। কোম্পানি এই ফোনে 4000 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। কুপন ডিসকাউন্টের পর ফোনের দাম 26,998 টাকা হয়ে যাবে। এছাড়া যেকোনো ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনটি 25,998 টাকার শুরুর দামে কেনা যাবে।
এছাড়া গ্রাহকরা পুরানো ফোনে এক্সচেঞ্জে 25000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাোয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জে বোনাস আপনার পুরানো ডিভাইসের অবস্থার উপর নির্ভর করবে। কিনতে এখানে ক্লিক করুন
ডিসপ্লে: রিয়েলমি ফোনে 6.78-ইঞ্চির LTPO AMOLED কার্ভড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিট পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর: ডিভাইসে কোয়ালকম Snapdragon 7+ Gen 3 চিপসেট রয়েছে। এটি 12GB পর্যন্ত RAM এর সাথে পেয়ার করা।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সহ 8MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমি জিটি 6টি 5জি ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Disclaimer: এই খবরে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হয়েছে!