Realme GT 6 Price Leaked: লঞ্চের আগে ফাঁস হল কিলর ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ৬ ফোনের ভারতীয় দাম, জানুন কবে আসছে

Realme GT 6 Price Leaked: লঞ্চের আগে ফাঁস হল কিলর ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ৬ ফোনের ভারতীয় দাম, জানুন কবে আসছে
HIGHLIGHTS

Realme কোম্পানি 20 জুন গ্লোবাল মার্কেটে তার আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 6 লঞ্চ করবে

লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি জিটি ৬ ফোনের দাম অনলাইনে ফাঁস হয়ে গেছে

রিয়েলমি স্মার্টফোনে প্রসেসিংয়ের জন্য কোয়ালকম Snapdragon 8s Gen 3 দেওয়া হবে

Realme কোম্পানি 20 জুন গ্লোবাল মার্কেটে তার আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 6 লঞ্চ করবে। তবে লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি জিটি ৬ ফোনের দাম অনলাইনে ফাঁস হয়ে গেছে। রিয়েলমি কোম্পানি নিজেই তার লেটেস্ট স্মার্টফোনের বেশ কয়েকটি স্পেসিফিকেশন নিশ্চিত করেছে।

Realme GT 6 স্মার্টফোনের ভারতীয় দাম লিক

Smartprix এর মতে, রিয়েলমি জিটি ৬ ফোনের দাম ভারতে 39,999 টাকা থেকে শুরু হতে পারে। এই দামে ফোনের 8GB RAM+256GB মডেলের হবে। পাশাপাশি, 12GB+256GB মডেলের দাম 42,999 টাকা হতে পারে। এই দুটি মডেলের দাম কোনো অফার বা ডিসকাউন্ট ছাড়াই হবে।

আরও পড়ুুন: Motorola edge 50 ultra স্মার্টফোন ভারতে লঞ্চ, 100x জুম এবং AI ফিচার রয়েছে, জানুন দাম কত

রিয়েলমি জিটি ৬ ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

Realme GT 6
রিয়েলমি জিটি ৬ ফোনের দাম ভারতে 39,999 টাকা থেকে শুরু হতে পারে

ডিসপ্লে: রিয়েলমি জিটি ৬ ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে 8T LTPO AMOLED স্ক্রিন দেওয়া যেতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট, 6000 নিট পিক ব্রাইটনেস এবং 2160 PWM ডিমিং পাওয়া যেতে পারে।

প্রসেসর: রিয়েলমি স্মার্টফোনে প্রসেসিংয়ের জন্য কোয়ালকম Snapdragon 8s Gen 3 দেওয়া হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে 50MP Sony OIS মেইন সেন্সর দেওয়া হবে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। সেলফি তোলার জন্য ফোনে পাওয়া যাবে 32MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েমলি ফোনে শক্তিশালী 5500mAh ব্যাটারি থাকতে পারে। ফোনের বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

আরও পড়ুুন: Infinix আনছে সবচেয়ে সস্তা 108MP ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo