Realme GT 3-তে চার্জিংয়ের স্পিড 240W! চোখের নিমেষেই ফুল চার্জ হবে ফোন?

Updated on 22-Feb-2023
HIGHLIGHTS

Realme GT 3 ফোনটিতে 240W ফাস্ট চার্জিং -এর সুবিধা আছে

এখানে আছে 4600mAh ব্যাটারি আছে

Realme GT 3 ফোনটির আরও একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে যেখানে 150W ফাস্ট চার্জিং -এর সুবিধা মিলবে

Realme GT 3 ফোনটিকে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করা হবে। এই অনুষ্ঠান আগামী 28 ফেব্রুয়ারি বার্সেলোনায় হবে। আনুষ্ঠানিক উপস্থাপনের আগে এই ফোনটি একটি ভিডিওর মাধ্যমে দেখালে এতে থাকা 240W ফাস্ট চার্জিং স্পিডের ক্ষমতা। এই ভিডিওতে ফোনটিকে দেখে অনেকটা Realme GT Neo 5- এর মতো লাগল ডিজাইন অনুযায়ী। এই উল্লিখিত ফোনটি চলতি মাসে চিনে লঞ্চ করেছে। ভিডিওতে দেখা গিয়েছে ফোনটির রঙে গ্রে। রিয়ার প্যানেলে দুটি বড় কাট আউট আছে যেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাচ্ছে। আর ডিসপ্লের ঠিক উপরের মাঝখানে একটি হোল পাঞ্চ আছে যেখানে সেলফি ক্যামেরা থাকবে। ফোনের বাঁদিকে আছে ভলিউম বাটন এবং ডানদিকে আছে পাওয়ার বাটন। 

চার্জিংয়ের ক্ষেত্রে এই ফোনে আছে 240W ফাস্ট চার্জিং এর সুবিধা। ফলে মাত্র 9 মিনিট 30 সেকেন্ডে এই ফোনটি 0 থেকে 100 চার্জ হয়ে যাবে। 4 মিনিটে এই ফোনের 50% চার্জ হয়ে যাবে। আর 1 মিনিটেই 20% চার্জ হতে পারে। এখানে 4600mAh ব্যাটারি আছে। এছাড়া জানা গিয়েছে এই ফোনের আরও একটি মডেল লঞ্চ হবে যেখানে 150W ফাস্ট চার্জিং এর সুবিধা থাকবে। যদিও সেখানে বড় ব্যাটারি থাকবে 5000mAh ব্যাটারির। 

এছাড়া আর কোন কোন ফিচার থাকবে এখানে?

জানা গিয়েছে Realme GT 3 ফোনটিতে চিনে লঞ্চ হওয়া Realme GT Neo 5 এর মতো ফিচার মিলতে পারে। অর্থাৎ এখানে 6.74 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে মিলবে 144 HZ রিফ্রেশ রেট সহ। এছাড়া 50 মেগাপিক্সেলের একটি  প্রাইমারি ক্যামেরা থাকবে এখানে সঙ্গে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলবে এটি। 

গত বছর থেকে Realme তাদের ফোনে এই দ্রুত গতির চার্জিং স্পিডের উপর নজর দিয়েছে। প্রথম Realme -এর GT Neo 3 150W এডিশন ফোনের 4500mAh ব্যাটারিটি 16 মিনিটে সম্পূর্ণ চার্জ দেওয়া গিয়েছিল। সেখানে প্রথম উপলব্ধ হয় Rapid চার্জিং মোড। তবে কেবল Realme নয়, অন্যান্য একাধিক চিনা ফোন তাদের চার্জিং স্পিড বাড়াচ্ছে। এর মধ্যে আছে IQOO। IQOO 10 Pro ফোনটি 200W ফাস্ট চার্জিং -এর সুবিধা নিয়ে গত বছর লঞ্চ করেছিল। এখানে 4700mAh ব্যাটারি ছিল যা 10 মিনিটে পুরো চার্জ হয়ে যায়। অন্যদিকে Xiaomi -ও একাধিক ফোন 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ লঞ্চ হয়েছে, এর মধ্যে আছে Xiaomi 11i Hypercharge। এই ফোনটির দাম 24,999 টাকা রাখা হয়েছে। ফলে এটি অনেকের কাছেই গ্রহণযোগ্য। 

তবে এত আলোচনার মধ্যেও যে জিনিসটা এখনও অজানা থেকে গিয়েছে সেটা হল Realme GT 3 ভারতে লঞ্চ করবে কিনা, করলে কবে? তবে এ কথা স্বীকার করতেই হয় যে ভারতে Realme -এর ফোনগুলোর দারুন জনপ্রিয়তা আছে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :