Realme তার Narzo Series এর স্মার্টফোন Realme Narzo N53 তে বাম্পার ডিসকাউন্ট অফার করছে
Realme Days অফারের আওতায় কোম্পানি নারজো এন53 ফোনটি 3000 টাকা সস্তায় বিক্রি করছে
এই ফোনে ARM Mali-G57 GPU সহ অক্টা কোর Unisoc T612 চিপসেট দেওয়া
Realme তার Narzo Series এর স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট অফার করছে। এই দুর্দান্ত ডিসকাউন্ট অফারে Realme Narzo N53 ফোনটি দেদার ছাড়ে কেনা যাবে। Realme Days অফারের আওতায় কোম্পানি এই ফোনটি 3000 টাকা সস্তায় বিক্রি করছে। যার পরে এটি 9000 টাকারও কম দামে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো এন53 ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Realme Narzo N53 স্মার্টফোনের ভারতে নতুন দাম এবং অফার কী
আসলে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে নারজো এন53 ফোনের 6GB+128GB এবং 8GB+128GB মডেলটি 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ে বিক্রি হচ্ছে। এর সাথে 4GB+64GB স্টোরেজ মডেলে 1800 টাকার ছাড় পাওয়া যাবে।
ছাড়ের পর রিয়েলমি নারজো এন53 ফোনের তিনটি মডেলের দাম পড়বে এত টাকা –
4GB+64GB স্টোরেজ দাম = 7199 টাকা
6GB+128GB স্টোরেজ দাম = 7999 টাকা
8GB+128GB স্টোরেজ দাম = 8999 টাকা
রিয়েলমি নারজো এন53 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: রিয়েলমির এই ফোনে 6.74-ইঞ্চি ডিসপ্লে দেওয়া। এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য কোম্পানি এই ফোনে ARM Mali-G57 GPU সহ অক্টা কোর Unisoc T612 চিপসেট দেওয়া।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো এন53 ফোনে 50MP AI মেইন সেন্সর দিচ্ছে। পাশাপাশি, সেলফি তোলার জন্য ফোনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে এই ফোনটি 30 মিনিটে 0-50 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.