Realme কোম্পানি ভারতে আজ অর্থাৎ 14 ডিসেম্বর Realme C67 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে বেশ কয়েকদিন ধরেই এই ফোন নিয়ে টিজার প্রকাশ করা হয়েছে। আপকামিং রিয়েলমি ফোনে MediaTek Dimensity 6100 Plus প্রসেসর সহ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। পাশাপাশি, লঞ্চের আগেই কোম্পানি ফোনের ডিজাইনও প্রকাশ করেছে।
আপকামিং রিয়েলমি 5G স্মার্টফোনে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে বলে জানা গিয়েছে। 5G মডেলের পাশাপাশি কোম্পানি এই ফোনের 4G মডেলও নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনে কী থাকবে বিশেষ…
রিয়েলমি ফোন ভারতীয় স্মার্টফোন বাজারে আজ এন্ট্রি নিতে চলেছে। ফোনটি দুপুর 12 টায় লঞ্চ করা হবে, যা কোম্পানির অফিসিয়াল YouTube চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। ফোনটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আসবে। দাবি অনুযায়ী এটি এখন পর্য়ন্তর সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন হবে।
রিয়েলমি ফোনে MediaTek Dimensity 6100 Plus চিপসেট রয়েছে বলে জানা গিয়েছে। এতে 33W ফাস্ট চার্জিং থাকতে পারে। আপকামিং ফোনটি দুটি কালার ভ্যারিয়্যান্টে আসবে – সবুজ এবং কালো।
রিয়েলমি C67 5G এবং C67 4G ফোনের স্পেসিফিকেশন অনলাইন ফাঁস হয়েছে। Appuals রিপোর্ট অনুযায়ী, দুটি মডেলে 6.72 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এতে ফুলএইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। ফোনে 90Hz এর রিফ্রেশ রেট পাওয়া যাবে। এছাড়া ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। এছাড়াও, ফোনকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP54 রেট করা হয়েছে।
আরও পড়ুন: Smartphone Discount: 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোনে দেদার ছাড়, 57 শতাংশ কম দামে কেনার সুযোগ
রিয়েলমি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেট 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ অফার করবে। Realme C67 4G ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ Snapdragon 685 SoC দেওয়া হবে বলে জানা গিয়েছে। দুটিফোনেই 5000mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। তবে 5G ভেরিয়েন্টে, প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের দেওয়া হবে। দুটি ফোনই সেলফির জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করতে পারে।
দামের কথা বললে ভারতে Realme C67 5G এর দাম 13,499 টাকা থেকে শুরু হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: Reliance Jio Affordable Plan: প্রতিদিন 7 টাকার খরচে এক বছর মিলবে আনলিমিটেড সুবিধা, প্ল্যানের দাম কত?