মাত্র 10,499 টাকায় Realme লঞ্চ করল নতুন 5G Smartphone, নতুন কালার এডিশন সহ কী রয়েছে বিশেষ

Updated on 11-Jun-2024
HIGHLIGHTS

রিয়েলমি এপ্রিল মাসে তার Realme C65 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল

নতুন কালার অপশনটি Realme C65 5G Speedy Red color নামে আনা হয়েছে

নতুন রিয়েলমি সি৬৫ ৫জি স্পিডি রেড কালার অপশন ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে

রিয়েলমি এপ্রিল মাসে তার Realme C65 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এখন এই ফোনটি নতুন কালার অপশন নিয়ে হাজির হয়েছে। নতুন কালার অপশনটি Realme C65 5G Speedy Red color নামে আনা হয়েছে। এই সস্তা বাজেট 5G ফোনে দুর্দান্ত ফিচার দেওয়া। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি সি৬৫ ৫জি ফোনে কী রয়েছে বিশেষ।

Realme C65 5G স্পিডি রেড এর দাম এবং বিক্রি

নতুন রিয়েলমি সি৬৫ ৫জি স্পিডি রেড কালার অপশন ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে।

ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে-

  • 4GB RAM+64GB স্টোরেজ = 10,499 টাকা
  • 4GB RAM+128GB স্টোরেজ = 11,499 টাকা
  • 6GB RAM+128GB স্টোরেজ = 12,499 টাকা

এই ফোনটি 14 জুন দুপুর 12 থেকে Flipkart এবং রিয়েলমি ওয়েবসাইটে বিক্রি হবে। বলে দি যে নতুন মডেলটি 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ের সাথে 10,499 টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: Best phones Under 15000: ১৫০০০ টাকার কমে 5G স্মার্টফোন খুঁজছেন? জুন মাসে ভারতে এই সেরা স্মার্টফোনগুলি কেনা যাবে, দেখুন তালিকা

RealmeC65 5G ফোনের স্পেসিফিকেশন

Realme C65 5G launched in India

ডিসপ্লে: রিয়েলমি ফোনের নতুন কালার অপশনেও একই স্পেসিফিকেশন এবং ফিচার দেওয়া। এটি 6.67-ইঞ্চি বড় ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 500 নিট ব্রাইটনেস সহ আসে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া।

ক্যামেরা: রিয়েলমি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সর 50MP AI দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: ডিভাইসে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 15W কুইক চার্জিং সাপোর্ট করে।

এছাড়া রিয়েলমি সি৬৫ ফোনে এয়ার জেসচার, রেনড্রপ স্মার্ট টাচ, ডায়নামিক বাটন, IP54 রেটিং পাওয়া যাবে। ফোনটি Android 14 OS এ চলে।

আরও পড়ুন: পুরানো দিনের কথা মনে করিয়ে দেবে সস্তা Nokia 3210 4G ফিচার ফোন, UPI এবং আইকনি স্নেক গেম সহ ভারতে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :