Realme C63 Sale: 10 হাজার টাকার বাজেটে নতুন রিয়েলমি ফোনের আজ সেল, 50MP ক্যামেরা সহ আর কী রয়েছে ফিচার

Updated on 03-Jul-2024
HIGHLIGHTS

স্মার্টফোন কোম্পানি রিয়েলমি তার বাজেট সেগামেন্টে সম্প্রতি Realme C63 লঞ্চ করেছে

আজ অর্থাৎ 3 জুলাই থেকে এই বাজেট ফোনের প্রথম সেল Flipkart থেকে শুরু হয়েছে

এই ডিভাইসের দাম 10,000 টাকারও কম রাখা হয়েছে

স্মার্টফোন কোম্পানি রিয়েলমি তার বাজেট সেগামেন্টে সম্প্রতি Realme C63 লঞ্চ করেছে। লেটেস্ট ফোনটি সস্তা দামে একাধিক দুর্দান্ত ফিচার অফার করে। আজ অর্থাৎ 3 জুলাই থেকে এই বাজেট ফোনের প্রথম সেল Flipkart থেকে শুরু হয়েছে। এই ডিভাইসের দাম 10,000 টাকারও কম রাখা হয়েছে।

Realme C63 ফোনের দাম কত

রিয়েলমি ফোনটি আজ দুপুর 12টা থেকে সেলে লাইভ করা হয়েছে। ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্ট 8,999 টাকায় চালু করা হয়েছে। প্রিমিয়াম লেদর ফিনিশ ডিজাইন সহ আসা ফোন জেড গ্রিন এবং লেদার ব্লু কালার অপশনে কেনা যাবে। লেটেস্ট ফোনটি কোম্পানির সি সিরিজের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M35 5G ভারতে শীঘ্রই করবে এন্ট্রি, জানুন লঞ্চ কবে?

10 হাজার টাকার কম দামে রিয়েলমি সি63 ফোন কী ভাল বিকল্প হবে?

ডিসপ্লের কথা বললে, লেটেস্ট রিয়েলমি স্মার্টফোনে 6.74-ইঞ্চির বড় স্ক্রিন পাবেন গ্রাহকরা। এটি 90Hz রিফ্রেশ রেট এবং 450 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। বড় ডিসপ্লে দেওয়ার কারণে গ্রাহকরা তার পছন্দের ওটিটি কন্টেন্টে সহজ দেখতে পারবেন। ফোনে হাই রেজোলিউশন 720×1600 পাওয়া যাবে।

প্রসেসিংয়ের জন্য ফোনে অক্টা-কোর Unisoc T612 চিপসেট দেওয়া হয়েছে। এটি প্রতিদিনের টাস্ক মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ফোনটি 4GB RAM এর সাথে পেয়ার করা।

5000mAh এর বড় ব্যাটারি নিমিষেই চার্জ করে দেবে নতুন রিয়েলমি C63 ফোনকে

ফটোগ্রাফির জন্য কোম্পানি নতুন বাজেটে ফোনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর অফার করেছে। এটি গ্রাহকদের ভাল ছবি তুলতে সাহায্য করবে। এর সাথে 8 মেগাপিক্সেলের সেন্সর পেয়ার করা।

এবার আসা যাক রিয়েলমি সি63 ফোনে ব্যাটারিতে। ডিভাইসে পাওয়ার দিতে কোম্পানি 45W এর ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। এটি 5000mAh এর বড় ব্যাটারি নিমিষেই চার্জ করে দেবে।

লেটেস্ট বাজেট ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।

এই সমস্ত দুর্দান্ত ফিচার আপনি দামি স্মার্টফোনে বদলে মাত্র 10,000 টাকার বাজেটে রিয়েলমি ফোনে পেয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: 15 জুলাই iQOO Z9 Lite 5G ভারতে হবে লঞ্চ, জানুন থাকবে কোন প্রসেসর

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :