মাত্র 10,999 টাকায় লঞ্চ হল নতুন Realme 5G ফোন, রয়েছে ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং 8GB RAM

Updated on 12-Aug-2024
HIGHLIGHTS

Realme C63 5G ফোনটি মাত্র 10,999 টাকার শুরুর দামে ভারতে বিক্রি হবে

রিয়েলমি সি63 5জি ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির ওয়েবসাইট থেকে 20 অগাস্ট থেকে বিক্রি শুরু হবে

চিপসেটের কথা বললে কোম্পানি রিয়েলমি নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া

Realme ভারতীয় বাজারে তার C-Series এর আওতায় Realme C63 5G লঞ্চ করেছে। রিয়েলমি সি63 5জি ফোনটি মাত্র 10,999 টাকার শুরুর দামে ভারতে বিক্রি হবে। এতে মিডিয়াটেক 6300, 8 জিবি পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি এবং 32MP ক্যামেরা মতো স্পেসিফিকেশন দেওয়া। আসুন নতুন রিয়েলমি ফোনেরদাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme C63 5G ফোনের দাম এবং বিক্রি

কোম্পানি রিয়েলমি সি63 5জি স্মার্টফোন ভারতে তিনটি স্টোরেজ আনা হয়েছে।

  • 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা
  • 6GB RAM+128GB স্টোরেজের দাম 11,999 টাকা
  • 8GB RAM+128GB স্টোরেজে দাম 12,999 টাকা

লঞ্চ অফারের আওতায় কোম্পানি 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ছাড়ের পর ফোনের দাম পড়বে 9,999 টাকা, 10,999 টাকা এবং 11,999 টাকা।

আরও পড়ুন: Google Pixel 9 series লঞ্চের আগেই Pixel 7 Series হল সস্তা, জানুন নতুন দাম কত

রিয়েলমি সি63 5জি ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির ওয়েবসাইট থেকে 20 অগাস্ট থেকে বিক্রি শুরু হবে।

রিয়েলমি সি63 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, রিয়েলমি সি63 5জি ফোনে 6.67-ইঞ্চির HD+ স্ক্রিন দেওয়া। এটি 120Hz আই কম্ফর্ট ডিসপ্লে সহ আসা একমাত্র ফোন। এটি চারটি ডায়নামিক রিফ্রেশ রেট 50Hz, 60Hz, 90Hz এবং 120Hz এর সাপোর্ট করে।

চিপসেটের কথা বললে কোম্পানি রিয়েলমি নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া।

ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি সি63 5জি ফোনে 32MP AI মেইন ক্যামেরা রয়েছে। এটি 8MP বিউটি সেলফি ক্যামেরা সাপোর্ট করে।

পাওয়ার দিতে রিয়েলমি 5জি ফোনে 10W কুইক চার্জিং ফিচার এবং রিভার্স চার্জিং সাপোর্ট দেওয়া। এতে 5000mAh বড় ব্যাটারি পাওয়া যাবে। কোম্পানির দাবি যে ফোনের সাথে 40.1 ঘন্টা পর্যন্ত কলিং, 17.3 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং 29 দিনের মোট স্ট্যান্ডবাই টাইম পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: 7000 টাকার দামে ভারতে আসছে নতুন itel বাজেট স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :