Realme C61 Launched: 32MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ নতুন রিয়েলমি বাজেট ফোন লঞ্চ, জানুন দাম কত
Realme তার আপকামিং Realme C61 বাজেট ফোন এর লঞ্চের আগেই দাম এবং স্পেসিফিকেশন নিশ্চিত করে দিয়েছিল
কোম্পানি ভারতীয় বাজারে Realme C61 ফোনের আধিকারিক ঘোষনা করে দিয়েছে
রিয়েলমি সি61 ফোনের দাম 7,699 টাকা থেকে শুরু হয়ে
Realme তার আপকামিং Realme C61 বাজেট ফোন এর লঞ্চের আগেই দাম এবং স্পেসিফিকেশন নিশ্চিত করে দিয়েছিল। এখন কোম্পানি ভারতীয় বাজারে রিয়েলমি সি61 ফোনের আধিকারিক ঘোষনা করে দিয়েছে। লেটেস্ট ফোনটি ভারতে মজবুত ডিজাইন সহ আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ফোনে কী বিশেষ রয়েছে।
Realme C61 ফোনের ভারতে দাম কত এবং অফার কী
রিয়েলমি ভারতে তার নতুন রিয়েলমি সি61 ফোনটি দুটি কালার অপশনে এনেছে – সাফারি গ্রিন এবং মার্বেল ব্ল্যাক। দামের কথা বললে, রিয়েলমি সি61 ফোনের দাম 7,699 টাকা থেকে শুরু হয়ে। এই দামটি ফোনের বেস মডেল 4GB+64GB এর দেওয়া। এছাড়া ফোনের বাকি দুটি মডেল 4GB + 128GB মডেলের দাম 8,499 টাকা এবং 6GB + 128GB মডেলের দাম 8,999 টাকা রাখা হয়েছে।
Step out in the world and be ready to face anything fearlessly when you have #realmeC61 with you.
— realme (@realmeIndia) June 28, 2024
Shop now at ₹7,699
Know more: https://t.co/8lq8YHibwKhttps://t.co/7Q8G61W38f#ToughAsSteel pic.twitter.com/rpcb1NyvDK
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টফোনের দামি মডেল কিনলে গ্রাহকরা 1000 টাকার ডিসকাউন্ট পাবেন। এছাড়া ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ICICI, HDFC, Flipkart Axis কার্ড থেকে পেমেন্টে 900 টাকার ছাড় পাওয়া যাবে।
রিয়েলম সি61 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: রিয়েলমি C61 ফোনে 6.78-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি HD+ রেজোলিউশন 1600 x 720 পিক্সেল, 560 নিটস পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য স্মার্টফোনে UNISOC T612 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে 4GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের রিয়ারে 32MP প্রাইমারি সেন্সর এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Nokia 220 4G এবং Nokia 235 4G লঞ্চ, 3000 টাকার বাজেট ফোনে মিলবে UPI সহ স্মার্টফোনের সুবিধা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile