Realme C53 Vs Moto G13: 108MP ক্যামেরা নাকি 50MP ক্যামেরা? একই প্রাইস রেঞ্জের কোন ফোন সেরা?
Realme C53 ফোনটি সদ্যই লঞ্চ করল দেশে
এটি একটি বাজেট ফোন, এখানে 108MP ক্যামেরা আছে
বাজারে এই ফোনটির সঙ্গে টক্কর জমবে Moto G13 ফোনটির
Realme -এর তরফে সদ্যই লঞ্চ করা হল Realme C53 ফোনটি। এই ফোনটির বিক্রি আগামী 26 জুলাই থেকে শুরু হবে। Flipkart থেকে কেনা যাবে এই ফোন। এছাড়া Realme ওয়েবসাইটে তো পাওয়া যাবেই।
চ্যাম্পিয়ন গোল্ড এবং কালো রঙে কেনা যাবে এই ফোন। এটি একটি বাজেট ফোন। আছে 108 মেগাপিক্সেলের মতো দারুন ক্যামেরা।
বাজারে এই ফোনটির সঙ্গে টক্কর জমেছে Moto G13 -এর সঙ্গে। কিন্তু দুইয়ের মধ্যে সেরা কে? দেখুন দুটোর তুলনা।
Realme C53 VS Moto G13 এর তুলনা
কোন ফোনের ডিসপ্লে ভাল?
Realme C53 ফোনটির ডিসপ্লে তুলনায় অনেকটাই বড়। রোজকার কাজের জন্য অনেক বেশি আরামদায়ক। এখানে গ্রাহকরা 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন, সঙ্গে 90 HZ রিফ্রেশ রেট। অন্যদিকে 6.5 ইঞ্চির ডিসপ্লে আছে Moto G13 -তে, যেখানে 720X1600 পিক্সেলের রেজোলিউশন পাবেন।
কার পারফরমেন্স কেমন?
দেখুন সফটওয়্যারের বিচারে দুটোই এক। কারণ দুটো ফোনেই আছে অ্যান্ড্রয়েড 13। তবে Realme C53 ফোনটি চলবে Unisoc T612 প্রসেসরের সাহায্যে। ফলে বুঝতেই পারছেন এখানে কাজ করতে কোনও সমস্যাই হবে না, ঝামেলা ছাড়াই কাজ হবে।
একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করলেও ফোন হ্যাং করবে না এই ফোনে। একই সঙ্গে এই ফোনে যেহেতু 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে সেহেতু বেশ অনেক ছবি বা গান, ইত্যাদি সেভ করে রাখা যাবে।
অন্যদিকে Moto G13 ফোনটি চলে MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে। এই ফোনটি গেম খেলার জন্য একদম ঠিকঠাক। এখানে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। ফলে স্মুদ পারফরমেন্স এখানেও পাবেন কিন্তু এখানে তুলনায় RAM -এর সাইজ ছোট।
কার ক্যামেরা কেমন?
Realme C53 ফোনটিতে আছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটার সাহায্যে দারুন ছবি তোলা যাবে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে Moto G13 -তে।
দুটো ফোনের সাহায্যেই ভাল ছবি তোলা যাবে, কিন্তু 108 মেগাপিক্সেলের সাহায্যে একটু বেশিই ডিটেল ছবি উঠবে। তবে দুটো ফোনেই 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
কোন ফোনের ব্যাটারি কেমন?
Realme এবং Moto দুটোর ফোনেই 5000mAh ব্যাটারি আছে। তবে চার্জিং স্পিডে পার্থক্য আছে। Realme C53 ফোনে তুলনায় বেশি ফাস্ট চার্জিং স্পিড পাবেন। এখানে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা আছে, অন্যদিকে 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন Moto -এর ফোনে।
কার দাম কত?
Realme C53 এবং Moto G13, দুটো ফোনের দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। ফলে এবার এটা আপনার পছন্দ একই দামের কোন ফোন বাছবেন।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile