11 হাজার টাকার কমে Realme এর সস্তা বাজেট ফোন লঞ্চ, 8GB RAM এবং 50MP ক্যামেরা রয়েছে

11 হাজার টাকার কমে Realme এর সস্তা বাজেট ফোন লঞ্চ, 8GB RAM এবং 50MP ক্যামেরা রয়েছে
HIGHLIGHTS

অবশেষে কোম্পানি Realme C63 ফোনটি বাজারে নিয়ে আসে

এই ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ এইচডি প্লাস ডিসপ্লে, ইউনিসক প্রসেসর এবং 8GB RAM মতো ফিচার রয়েছে

রিয়েলমি সি৬৩ ফোনের দাম 1,999,000 IDR (প্রায় 10,255 টাকা) থেকে শুরু

স্মার্টফোন বাজারে এল Realme এর নতুন বাজেট ফোন। বেশ কয়েকদিন চর্চায় থাকার পর অবশেষে কোম্পানি Realme C63 ফোনটি বাজারে নিয়ে আসে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ এইচডি প্লাস ডিসপ্লে, ইউনিসক প্রসেসর এবং 8GB RAM মতো ফিচার রয়েছে। বলে দি যে ফোনটি ইন্দোনেশিয়া বাজারে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন রিয়েলমি সি৬৩ ফোনে কী বিশেষ রয়েছে।

Realme C63 ফোনের দাম কত এবং বিক্রি কবে

রিয়েলমি সি৬৩ ফোনটি দুটি কালার মডেল লেদার ব্লু এবং জেড গ্রিন অপশনে আনা হয়েছে। ফোনের দাম 1,999,000 IDR (প্রায় 10,255 টাকা) থেকে শুরু। এই দামে ফোনের 6GB+128GB মডেল কেনা যাবে। ফোনের 8GB + 128GB মডেলটি 2,299,000 (প্রায় 11,794 টাকা) রাখা হয়েছে। ফোনের বিক্রি ইন্দোনেশিয়া এবং মালেশিয়া বাজারে 5 জুন থেকে করা হবে।

আরও পড়ুন: OnePlus smartphone discount: 14 হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে দুটি ফ্ল্যাগশিপ ফোন, জানুন কোথায় পাবেন অফার

Realme C63
রিয়েলমি ফোনের দাম 1,999,000 IDR (প্রায় 10,255 টাকা) থেকে শুরু

RealmeC63 ফোনরে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

নতুন রিয়েলমি ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে। এতে 6.74-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া। এটি HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট অফার করে।

পারফরম্যান্সের জন্য ইউনিক T612 প্রসেসর দেওয়া। এর সাথে 8GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দেওয়া। এর সাথে দেওয়া হয়েছে একটি ডেপথ সেন্সর। ফ্রন্টে সেলফি তোলার জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেন্সর।

পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Vodafone Idea New Plan: লঞ্চ করল দুটি নতুন প্রিপেইড প্ল্যান, থাকছে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন সহ একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo