Realme C53 India Launch: 10,000 এরও কমে 108MP ক্যামেরা নিয়ে দেশে এল রিয়েলমির ফোন, কবে থেকে কেনা যাবে এটি?

Realme C53 India Launch: 10,000 এরও কমে 108MP ক্যামেরা নিয়ে দেশে এল রিয়েলমির ফোন, কবে থেকে কেনা যাবে এটি?
HIGHLIGHTS

Realme C53 লঞ্চ করে গেল দেশে

Realme এর এই ফোন একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করল ভারতে

108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এখানে

Realme -এর তরফে দেশে তাদের C সিরিজের আরও একটি ফোন ভারতে নিয়ে আসা হল। বলাই বাহুল্য এই সদ্য লঞ্চ হওয়া Realme C53 ফোনটি একটি বাজেট ফোন। এটির দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। এখানে স্ট্যান্ডার্ড 5000 mAh ব্যাটারি সহ 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। 

Realme C53 -এর দাম

Realme C53 ফোনটি দুটো মডেলে লঞ্চ হয়েছে। এই ফোনটির বেস মডেলে আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। অন্যদিকে 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে গ্রাহকদের দাম পড়বে 10,999 টাকা। 

যাঁরা এই ফোনটি কিনতে ইচ্ছুক তাঁরা এটিকে Realme India -এর ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এছাড়া Flipkart সহ অন্যান্য রিটেল দোকানে তো পাওয়া যাবেই। আগামী 26 জুলাই দুপুর 12টা থেকে এটির বিক্রি শুরু হবে। যাঁরা প্রিবুক করবেন এই ফোন তাঁরা 1,000 টাকা ছাড় পাবেন।

কী কী ফিচার আছে এই ফোনে? 

আরও পড়ুন: Oppo K11 Launch in China: OnePlus-এর মতো হুবহু ফিচার সহ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে আসছে Oppo K11, প্রকাশ্যে এল দামও

Realme C53 ফোনটি দেশে 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে। ফলে রোজকার কাজ বলুন বা ফোনে পছন্দের কনটেন্ট দেখা সব কিছুর জন্যই যে এই সাইজ আদর্শ বলা যায়। তবে এখানে মাত্র 90 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে যা তুলনায় বেশ কম। কিন্তু 180 Hz টাচ স্যাম্পলিং রেট পাবেন গ্রাহকরা এখানে। 

Mali G57 GPU রয়েছে এই ফোনে। সঙ্গে একটি অক্টা কোর প্রসেসর পাবেন। ফলে দৈনন্দিন কাজ করতে কোনও অসুবিধা হবে না তেমন। 

Realme C53 launched in India with 108mp camera

কিন্তু এই ফোনের ক্যামেরা কিন্তু এই রেঞ্জের মধ্যে সেরা। 10,000 টাকার মধ্যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা মানে দারুন বিষয়। এটার সাহায্যে 1080P /30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে, এটা দিয়েও 720P / 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে।

এছাড়া এখানে দুর্দান্ত ছবি তোলার জন্য ফেস রেকোগনিশন, বিউটি মোড, পোট্রেট মোড, ইত্যাদির সুবিধা পাবেন। ফলে এটি যে ফোন ফটোগ্রাফির জন্য একদম আদর্শ ফোন সেটা বলা যায়। 

আরও পড়ুন: Realme C53 and Realme Pad 2 India Launch: আজই লঞ্চ করছে রিয়েলমির একাধিক ডিভাইস, আর্লি বার্ড সেলে কত ছাড় পাবেন গ্রাহকরা?

এখানে স্ট্যান্ডার্ড সাইজের 5000 mAh ব্যাটারি আছে রোজকার কাজের জন্য যা মন্দ নয়। কিন্তু চার্জিং স্পিড বড়ই কম। মাত্র 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন এখানে। 

এছাড়া এই ফোনে 3.5 mm অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি আছে। গ্রাহকরা এটিকে দুটো রঙে কিনতে পারবেন। এই দুটো রং হল চ্যাম্পিয়ন গোল্ড এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo