Realme C53 আজকেই ভারতে লঞ্চ করছে। একই সঙ্গে দেশের বাজারে আসছে Realme Pad 2। ইতিমধ্যেই এই ব্র্যান্ডের ওয়েবসাইটে এই দুই ডিভাইসের মাইক্রোসাইট তৈরি হয়ে গিয়েছে। আর সেখানেই জানা গিয়েছে এই ফোন দুটির একাধিক জরুরি ফিচার।
শুধুই কি তাই Realme -এর তরফে Realme C53 -এর আর্লি বার্ড সেল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যাঁরা এই ফোনটির প্রিবুক করবেন তাঁরা পাবেন বিশেষ ছাড়।
1. Realme C53 -এর আর্লি বার্ড সেল আজ থেকেই শুরু হবে। সন্ধ্যা 6 থেকে রাত 8 টার মধ্যে Flipkart -এ চলবে এই আর্লি বার্ড সেল।
2. যাঁরা এই সময়ে মধ্যে Realme C53 ফোনটির 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল অর্ডার করবেন তাঁরা পেয়ে যাবেন 1,000 টাকা ছাড়।
3. এই অফার তাঁরাই পাবেন যাঁরা ICICI, HDFC বা SBI ব্যাংকের কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করবেন।
4. মনে রাখবেন 1,000 টাকার মধ্যে ব্যাংক অফার হিসেবে আছে 500 টাকা। আর বাকি 500 টাকা কুপন হিসেবে পাওয়া যাবে।
1. এখানে 6.74 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে থাকতে পারে যেখানে 90 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। সঙ্গে 560 নিসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যেতে পারে।
2. এটি পরিচালিত হবে Unisoc T612 প্রসেসরের সাহায্যে। Mali G57 GPU থাকবে বলেই জানা গিয়েছে এই ফোনে।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। 4 আর 6 GB RAM এবং 64 আর 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পেয়ে যাবেন এই ফোনের। তবে এটি 2 TB পর্যন্ত বাড়ানো যাবে এসডি কার্ডের সাহায্যে।
4. 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আছে। সেলফি তোলার জন্য এই ফোনে আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. কানেকটিভিটির জন্য এই ফোনে পেয়ে যাবেন 4G ডুয়াল সিম স্লট, WIFI, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট।
আরও পড়ুন: Realme C53 India Launch:108MP ক্যামেরা নিয়ে শীঘ্রই দেশে আসছে রিয়েলমির সস্তার ফোন, লঞ্চ কবে?
6. 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে।
প্রসঙ্গত আজই Realme Pad 2 লঞ্চ হবে। এখানে 11.5 ইঞ্চির একটি LCD ডিসপ্লে থাকবে। এখানে 120 Hz রিফ্রেশ রেট এবং 2000X1200 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে।