মাত্র 2 ঘন্টার জন্য আজ বিক্রি হবে Realme C51, Special Sale-এ সস্তায় কেনা যাবে

মাত্র 2 ঘন্টার জন্য আজ বিক্রি হবে Realme C51, Special Sale-এ সস্তায় কেনা যাবে
HIGHLIGHTS

Realme C51 ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 8999 টাকা রাখা হয়েছে

Realme C51 ফোনের স্পেশাল সেল আজ বিকেল 6টায় শুরু হতে চলেছে

Realme C51 ফোনটি 6টা থেকে 8টার মধ্যে বিক্রি করা হবে। ফোনটি গ্রাহকরা অনলাইন শপিং সাইট Flipkart থেকে কিনতে পারবেন।

চিনা টেক কোম্পানি Realme সম্প্রতি ভারতে তাদের C-Series এর বাজেট ফোন নিয়ে হাজির হয়েছে। কোম্পানির সস্তার Realme C51 ফোনটি ভারতীয় বাজারে বেশ পছন্দ করা হচ্ছে।  আপনি যদি বেশি RAM, ক্যামেরা কোয়ালিটি এবং দুর্দান্ত ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তবে আজকের ডিল আপনার পছন্দ হতে পারে।

আসলে Realme এর 10,000 টাকার কম দামের নতুন ফোনটি আজ Special Sale-এ বিক্রি করা হবে। Realme C51 Special Sale-এ লেটেস্ট ফোনটি সস্তায় কেনার সুযোগ থাকবে আজকে।

আরও পড়ুন: Honor 90 5G: 200MP ক্যামেরা সহ Honor এর নতুন ফোন India Launch Date Confirm

Realme C51 Special Sale Offer

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by realme India (@realmeindia)

Realme C51 ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 8999 টাকা রাখা হয়েছে। স্পেশাল সেলে ফোনটি ব্যাঙ্ক অফারের মাধ্যমে আসল দাম থেকে আরও সস্তায় কেনা যেতে পারে।

ICICI Bank Card এবং SBI Card থেকে পেমেন্টে আপনি 500 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।

Flipkart Axis Bank Card থেকে কিনলে আপনি 5 শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পেতে পারেন।

Realme C51 Special Sale কখন শুরু হবে

Realme C51 ফোনের স্পেশাল সেল আজ বিকেল 6টায় শুরু হতে চলেছে। তবে বলে দি যে যেহেতু এটা একটি Special Sale, ফোনটি মাত্র 2 ঘন্টার জন্য বিক্রি করা হবে। মনে করিয়ে দি যে Realme C51 ফোনটি 6টা থেকে 8টার মধ্যে বিক্রি করা হবে। ফোনটি গ্রাহকরা অনলাইন শপিং সাইট Flipkart থেকে কিনতে পারবেন।

আরও পড়ুন: Realme C51 vs Redmi 12: নতুন Realme ফোন কি দিতে পারবে Redmi ফোনকে টেক্কা? দেখুন Full Comparison

Realme C51 ফোনের স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, Realme C51 ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিপস্লে দেওয়া হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সহ আসে।

পারফরম্যান্সের জন্য ফোনে Unisoc T612 প্রসেসরের সাথে 8GB (4GB+4GB) পর্যন্ত RAM পাওয়া যাবে, এর সাথে রয়েছে 64GB স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য Realme C51 ফোনের পিছনে 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং LED Flash দেওয়া হয়েছে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Realme C51 ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা।

Realme ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাথে আসে।

আরও পড়ুন: Realme 11 5G vs Redmi Note 12 5G : 20 হাজার টাকার বাজেটে কোন 5G ফোন সেরা, পয়েন্ট টু পয়েন্ট দেখুন তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo