Realme ভারতে তার লেটেস্ট বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন Realme C51 এর ঘোষনা করে দিয়েছে
রিয়েলমি C51 ফোনটি মাত্র 8999 টাকার দামে বাজারে আনা হয়েছে
এই ফোন ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 33W SuperVOOC চার্জিং মতো ফিচার দেওয়া হয়েছে
Realme ভারতে তার লেটেস্ট বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন Realme C51 এর ঘোষনা করে দিয়েছে। নতুন রিয়েলমি C51 একটি 4G ডিভাইস, যা 10 হাজার টাকার কম দামের সেগামেন্ট বাজারে আনা হয়েছে। ফোনের বিশেষ জিনিস হল যে সস্তা দামের এই ফোন ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 33W SuperVOOC চার্জিং মতো ফিচার দেওয়া হয়েছে। আসুন লেটেস্ট Realme C51 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী কী রয়েছে…
Realme C51 দাম এবং বিক্রি
রিয়েলমি C51 ফোনটি মাত্র 8999 টাকার দামে বাজারে আনা হয়েছে। এই দামে আপনি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেল কিনতে পারবেন। গ্রাহকরা এই ফোন কোম্পানির অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট Flipkart থেকে কিনতে পারবেন। ফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে- কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রিন।
স্মার্টফোনটি আজ অর্থাৎ 4 সেপ্টেম্বর আর্লি বর্ড সেল (early bird sale) বিকেল 6টায় শুরু হবে, যা রাত 8টা পর্যন্ত অর্থাৎ মাত্র দুই ঘন্টার মধ্য়ে এই ফোনটি কিনতে পারবেন।
Realme C51 এর সেল ই-কমার্স সাইট Flipkart থেকে 11 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে।
Realme C51 ফোনে কী রয়েছে ফিচার
নতুন রিয়েলমি ফোনের বিশেষ ফিচার হল এতে iPhone 14 Pro ফোনের মতেো ডায়নামিক আইল্যান্ড ফিচার দেওয়া হয়েছে। রিয়েলমি এই ফিচারকে 'Mini Capsule' নাম দিয়েছে। তবে আইফোন 14 প্রো এর অন্য স্পসিফিকেশনের সাথে এই ফোনের তুলনা করা যায় না। আইফোন 14 প্রো একটি প্রিমিয়াম ফোন এবং Realme C51 একটি বাজেট সেগামেন্টের স্মার্টফোন।
এছাড়া এই ফোনে আরও একটি দুর্দান্ত ফিচার রয়েছে, যা নিয়ে কোম্পানি দাবি করছে। রিয়েলমি ফোনের মিনি ক্যাপসুল ফিচারের মাধ্যমে ফোনের হোম স্ক্রিনে ডেটা ইউজ এবং চার্জিং ইনফর্মেশন দেখা যাবে। এছাড়া এতে আপনি ফোনে এও দেখতে পারবেন যে আপনি সারা দিনে কতটা হাঁটা-চলা করেছে।
ক্যামেরা হিসেবে Realme C51 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে প্রাইমারি সেন্সর হিসেবে 50MP এবং সেকেন্ডারি সেন্সর 0.08MP দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় এতে ওয়াটার ড্রপ ডিজাইনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্য়াকআপ এর জন্য় ফোনে 33W এর ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা 500mAh ব্যাটারি সহ আসে। কোম্পানি দাবি করেছে যে 28 মিনিটে ফোনের ব্যাটারি 0-50 চার্জ হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.