50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ Realme বাজেট ফোন Realme C33 লঞ্চ, জানুন দাম

50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ Realme বাজেট ফোন Realme C33 লঞ্চ,  জানুন দাম
HIGHLIGHTS

Realme ভারতীয় বাজারে এন্ট্রি লেভেল সি-সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

Realme C33 তে 5000mAh ব্যাটারি দেখা যাবে

Realme C33 এবং এর দুটি ভ্যারিয়্যান্ট বাজারে পাওয়া যাবে, যার দাম 10 হাজারের কম হবে

Realme ভারতীয় বাজারে এন্ট্রি লেভেল সি-সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের নাম Realme C33 এবং এর দুটি ভ্যারিয়্যান্ট বাজারে পাওয়া যাবে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে।

বিশেষ বিষয় হল এই স্মার্টফোনের দুটি ভ্যারিয়্যান্টের দাম 10 হাজারের কম হবে। এই স্মার্টফোনের দুটি মডেলই 12 সেপ্টেম্বর বিক্রি হতে চলেছে এবং এগুলি Flipkart এবং Realme-এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। জেনে নিন ফোনের ফিচার সম্পর্কে…

Realme C33 এর ডিসপ্লে স্ক্রিন 6.5 ইঞ্চি এবং এটিতে একটি 8.3 মিলিমিটার আল্ট্রা স্লিম বডিও রয়েছে। ফটোগ্রাফির কথা বললে, তাহলে Realme C33 ফোনে 50MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া নাইট মোড, এইচডিআর মোড, টাইম ল্যাপস এবং প্যানোরামিক ভিউ মোডের মতো ফিচারও রয়েছে এই ক্যামেরায়। Realme-এর এই ফোনে CHDR অ্যালগরিদমও দেখা যাচ্ছে।

Realme C33 তে 5000mAh ব্যাটারি দেখা যাবে। এই ব্যাটারি সম্পর্কে দাবি করা হচ্ছে যে এই ব্যাটারি স্ট্যান্ডবাইতে 37 দিন পর্যন্ত চলতে পারে। এছাড়াও এই ফোনে আল্ট্রা সেভিং মোড ফিচারও দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ইউজারর ব্যাটারি মাত্র 15 শতাংশ হলেও, আল্ট্রা সেভিং মোডের কারণে, ইউজাররা প্রায় 2 ঘন্টার কলিং সময়ের সুবিধা নিতে পারেন।

এই স্মার্টফোনে Unisoc T612 প্রসেসর এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এটি প্রথম রিয়েলমি সি-সিরিজ স্মার্টফোন যেখানে আউট অফ দ্য় বক্স অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে। আমরা যদি সিকিউরিটির কথা বলি, তাহলে এই ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট দেখা যাচ্ছে।

Realme C33 দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এতে, 3GB RAM এবং 32GB স্টোরেজ সহ ভ্যারিয়্যান্টের দাম 8999 টাকা। এছাড়াও, 4GB RAM এবং 64GB ভ্যারিয়্যান্ট সহ স্মার্টফোনের দাম 9,999 টাকা রাখা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo