সস্তা দামের Realme C30s ভারতে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে, দাম হতে পারে 6000 টাকার কাছাকাছি
Realme C30S স্মার্টফোন ভারতে আগামী 14 সেপ্টেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে
Realme C30s একটি কম বাজেটের মোবাইল ফোন হবে যার দাম প্রায় 6,000 টাকা হতে পারে
Realme India জানিয়েছে যে এটি 5,000mAh ব্যাটারির সাথে লঞ্চ করা হবে
Realme C30s India Launch : রিয়েলমি দুই দিন আগে ভারতীয় বাজারে তাদের 'C-Series' সিরিজের আওতায় Realme C33 স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম 8,999 টাকা থেকে শুরু হয়েছে। এই সস্তা Realme স্মার্টফোন Realme C33-তে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সাপোর্ট করে। এছাড়া, আগামী সপ্তাহে একই সিরিজের Realme C30s স্মার্টফোনটিও ভারতে লঞ্চ হতে চলেছে। Realme C30S ভারতে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে।
Realme C30s India Launch
Realme C30S স্মার্টফোন ভারতে আগামী 14 সেপ্টেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। ফোনের লঞ্চ সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি, কোম্পানি তার ফটো এবং অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও শেয়ার করেছে। Realme C30s একটি কম বাজেটের মোবাইল ফোন হবে যার দাম প্রায় 6,000 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। Realme C30S-এর প্রোডাক্ট পেজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে নিজেই লাইভ করা হয়েছে এবং খবর লেখার সময় পর্যন্ত ফোনের মাইক্রোব্লগিং সাইট Amazon বা Flipkart-এ দেখা যায়নি।
The entertainment superstar is here!
The all-new #realmeC30s is packed with powerful features in a sleek design to open the door towards #NayeZamaneKaEntertainment
Launching on 14th September, 12:00PM
Know more: https://t.co/IFhQlmhGH5 pic.twitter.com/k96NKkjGhP
— realme (@realmeIndia) September 8, 2022
Realme C30s Specifications
Realme India জানিয়েছে যে এটি 5,000mAh ব্যাটারির সাথে লঞ্চ করা হবে। তবে এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি কী থাকবে, তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে ফোনে ইউনিসক চিপসেট দেওয়া যেতে পারে প্রসেসিংয়ের জন্য অক্টা-কোর প্রসেসরের সঙ্গে। সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Realme C30S ওয়াটারড্রপ নচ স্টাইল সহ একটি বড় 6.5-ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করবে, যার একটি চওড়া চিন পার্ট থাকবে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 88.7 শতাংশ এবং ফোনের ডিসপ্লে 16.7M কালার সাপোর্ট করবে বলে জানা গেছে। Realme C30s একটি একক রিয়ার ক্যামেরা সাপোর্ট করবে যার সেন্সর ক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি।