6000mAh ব্যাটারি সহ Realme C15-এর আজ প্রথম ফ্ল্যাশ সেল, দাম 9,999 টাকা থেকে শুরু

6000mAh ব্যাটারি সহ Realme C15-এর আজ প্রথম ফ্ল্যাশ সেল, দাম 9,999 টাকা থেকে শুরু
HIGHLIGHTS

Realme C15 ফোনে ফটোগ্রাফির জন্য় ৪টি রিয়ার ক্যামেরা রয়েছে

রিয়েলমি সি ১৫ এর 3 জিবি র‌্যাম এবং 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা

ভারতে Realme C15 ফোনের প্রথম ফ্ল্যাশ সেল

Realme C15 স্মার্টফোন সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি সাথে আরও একটি ফোন Realme C12 ও বাজারে আনা হয়। আজ ভারতে Realme C15 ফোনের প্রথম ফ্ল্যাশ সেল। এই সেল দুপুর ১২টায় শুরু হবে।

রিয়েলমি সি ১৫ ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে ওয়াটারড্রপ স্টাইলের নচ দেওয়া হয়েছে। অন্য় দিকে ফোনটি ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সপোর্ট সহ আসে। তবে আসুন দেখে নেওয়া যাক Realme C15 ফোনের দাম এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে … 

Realme C15 ভারতে দাম

রিয়েলমি সি ১৫ এর 3 জিবি র‌্যাম এবং 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা এবং 4 জিবি র‌্যাম সহ 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। Realme C15 ফোনটি Flipkart থেকে কেনা যেতে পারে। ফোনের বিক্রি দুপুর ১২ টায় শুরু হবে।

Realme C15 ফিচার্স

Realme C15 ফোন ডুয়াল সিম সপোর্ট সহ অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক Realme UI রয়েছে। এ ছাড়া ফোনে গরিলা গ্লাসের সুরক্ষার সাথে 6.5 ইঞ্চির মিনি ড্রপ ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেকের অক্টাকোর হেলিও G35 প্রসেসরটি ফোনে দেওয়া হয়েছে। এর বাইরে এটি 4 জিবি র‌্যাম পাবেন।

ক্যামেরার কথা বললে Realme C15 এর চারটি রিয়ার ক্যামেরা রয়েছে, মূল ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, দ্বিতীয় 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর দেওয়া। এর পাশাপাশি ফোনে ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। 

কনেক্টিভিটির জন্য, ফোনটিতে Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ v5.0, 4G, জিপিএস এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই ফোনে 6000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিংকে সপোর্ট করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও ব্যাক প্যানেলে সরবরাহ করা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo