Realme C1 ফোনটি আজকে দুপুর 12টায় ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে

Updated on 12-Nov-2018
HIGHLIGHTS

Realme C1 ফোনটি সেপ্টেম্বর মাসে Relame 2 Pro র সঙ্গে 6,999 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এবার এই ফোনটির দাম বেড়ে 7,999 টাকা হয়েছে

Relme তাদের স্মার্টফোন Relame 2 Pro ফোনটির সঙ্গে Relame C1 মোবাইলটিও লঞ্চ করেছিল আর এবার এই ফোনের ফ্ল্যাশ সেল আজকে দুপুর 12 টায় ফ্লিপকার্টে হবে।

Relame C1 ফোনটি সেপ্টেম্বর মাসে ভারতে 6,999 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এই স্মার্টফোনটির দাম এখন 1,000 টাকা বেড়ে গেছে । আর এবার এই ফোনটি আপনাদের 7,999 টাকায় কিনতে হবে। এই ফোনটি নেভি ব্লু আর মিরার ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে।

এই ডিভাইসটি আজকে ফ্ল্যাশ সেলে অ্যাক্সিস ব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 200 টাকা পর্যন্ত ডিস্কাউন্টে পাওয়া যাবে। আর এই ফোনটি এছাড়া মাস্টারকার্ড ইউজাররা কিনলে তাদের প্রথম অনলাইন পেমেন্টে 100 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবে। আর এই ডিভাইসটি EMI তে কেনা যেতে পারে। আর জিও রিয়েলমি বোনানাজা অফারও আছে যাতে জিও ইউজার্সরা 4,450 টাকার আর 1.1TB পর্যন্ত ফ্রি ডাটার সুবিধা পাবেন। আর এর ব্যবহার মাই জিও অ্যাপের মাধ্যমে রিচার্জে পাওয়া যাবে।

Realem C1 ফোনটির স্পেসিফিকেশান

Relame C1 ফোনটিতে একটি 6.2 ইঞ্চির HD+ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা এই ফোনকে আরও স্পেশাল করেছে। আর এই মোবাইল ফোনটি ইউনিবডি ডিজাইনের সঙ্গে গ্লসি ব্যাক প্যানেল যুক্ত। Realme C1 ফোনটিতে কোম্পানি কালার OS 5.1UI য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1 দিয়েছে আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 SoC, 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

রিয়েলমির এই মোবাইল ফোনটিতে ব্যাকে 13MP+2MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর এর ফ্রন্টে 5MP র ক্যামেরা আছে আর এটি ভিডিও কলেরও কাজ করে। কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে 4G VoLTE, 3.5mm অডিও জ্যাক আছে আর এতে একটি 4,230mAh য়ের ব্যাটারি আছে।

Connect On :